Ajker Patrika

‘ভাগনে’র দায়ের কোপে মামা আইসিইউতে

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১০: ৪২
‘ভাগনে’র দায়ের কোপে মামা আইসিইউতে

বরগুনায় ফজলু প্যাদা (৪৫) নামের এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ফজলু প্যাদাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কক্ষ) ভর্তি করা হয়েছে।

অভিযোগ পাওয়া গেছে, ফজলুকে কুপিয়ে জখম করেছে ভাগনে মাহফুজ (১৮)। গত মঙ্গলবার সন্ধ্যায় বরগুনার বুড়িরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় ফজলু প্যাদাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে ভাগনে মাহফুজ তাঁকে কুপিয়েছ। গুরুতর জখম ফজলুকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতাল ও চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ফারুক মিয়া জানান, শ্যালিকাকে বিয়ের প্রস্তাব দেওয়া নিয়ে ভাগনে মাহফুজের সঙ্গে ফজলুর মতবিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় মাহফুজ ও তাঁর মা কুলসুম বেগমের সঙ্গে ফজলু প্যাদার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মাহফুজ উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে ফজলু প্যাদার মাথায় উপর্যুপরি কুপিয়ে জখম করে। ঘটনার পরপরই মাহফুজ ও তাঁর মা কুলসুম বেগম বসতঘরে তালা দিয়ে পালিয়ে যায়।

বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জন বৈদ্য জানান, ফজলু প্যাদা নামের একজনকে জখম অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর মাথায় ধারালো অস্ত্রের ৭–৮টি জখম ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত