Ajker Patrika

আ.লীগ প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৫
আ.লীগ প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খলিলুর রহমান মজুমদারকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির নেতারা। গত বৃহস্পতিবার বিকেলে কাদৈর উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন জাতীয় পার্টি সমাবেশের আয়োজন করে। এতে এই সমর্থন ঘোষণা করা হয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং শুভপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলমগীর কবির মজুমদার এতে প্রধান অতিথি ছিলেন। তিনি এই ইউপিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু পরে তা প্রত্যাহার করে নেন।

সমাবেশে নৌকা প্রতীকের প্রার্থী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান মজমুদার সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক নজরুল ইসলাম বাবর, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহাগ মোর্শেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজুর রহমান, শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, শুভপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান মজুমদার প্রমুখ।

আগামী ২৬ ডিসেম্বর এই ইউপিতে ভোটগ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত