শিপার আহমেদ, বিয়ানীবাজার
বিয়ানীবাজার পৌর শহরের কসবা এলাকার আফিয়া বেগম। কন্যা শিশু জন্ম দেওয়ার পর নানাভাবে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়েছেন। সেসব দিনের কথা চিন্তা করে আজও তাঁর চোখে জল আসে। সে শিশু আজ স্নাতকে পড়ছেন। এখন সেই মেয়েকে নিয়েই পরিবারের সবাই স্বপ্ন দেখেন।
একসময় কন্যা শিশুর জন্ম হলে পরিবারের সদস্যরা মুখ গোমড়া করতেন। কোনো নারী একাধিক কন্যা শিশু জন্ম দিলে স্বামীর পরিবারের সদস্যরাসহ সমাজের লোকজনও নানা কথা শোনাতেন।
এখন সময় বদলেছে। কন্যা শিশু এখন প্রতিটি পরিবারে আশীর্বাদ হয়ে জন্ম নিচ্ছে। বিয়ানীবাজার উপজেলায় কন্যা শিশু নিয়ে অভিভাবকদের দৃষ্টিভঙ্গিও বদলেছে। তবে সারা দেশে কন্যাশিশুর নিরাপত্তাহীনতার বিষয়টি নিয়ে চিন্তিত তাঁরা।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য আব্দুল মালিক বলেন, ‘তিন মেয়েসন্তান জন্ম দিয়েও আমি এক গর্বিত পিতা। আমার মেয়েরা সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানকে সঠিক পরিবেশ দিয়ে প্রকৃত মানুষ করে তুলতে পারছেন কি না—সেটাই বড় কথা।’
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বেগম লিমা বলেন, মেয়েরা এখনো কোনো জায়গাতেই নিরাপদ না। পরিবারে সমান সুযোগ পেয়ে সে বড় হয় না। সেটা যত ধনী পরিবারই হোক বা যত দরিদ্র পরিবারই হোক। তবে বিয়ানীবাজারের প্রেক্ষাপটটা ভিন্ন।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্য বলেন, ‘আমাদের সমাজে পুরুষতান্ত্রিক সংস্কৃতি ভয়াবহ বিদ্যমান। আমরা এখনো নারীর নিরাপত্তা নিয়ে চিন্তিত। নারীদের সম্মান করার জায়গাটা এখনো তৈরি করতে পারিনি। এ জন্য আইনের পাশাপাশি পরিবারকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।’
পৌর মেয়র মো. আব্দুস শুকুর বলেন, বিয়ানীবাজার এলাকায় কন্যা শিশু নিয়ে মনোভাব কিছুটা বদলালেও সারা দেশে কন্যাশিশুরা এখনো নিরাপত্তাহীন।
বিয়ানীবাজার পৌর শহরের কসবা এলাকার আফিয়া বেগম। কন্যা শিশু জন্ম দেওয়ার পর নানাভাবে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়েছেন। সেসব দিনের কথা চিন্তা করে আজও তাঁর চোখে জল আসে। সে শিশু আজ স্নাতকে পড়ছেন। এখন সেই মেয়েকে নিয়েই পরিবারের সবাই স্বপ্ন দেখেন।
একসময় কন্যা শিশুর জন্ম হলে পরিবারের সদস্যরা মুখ গোমড়া করতেন। কোনো নারী একাধিক কন্যা শিশু জন্ম দিলে স্বামীর পরিবারের সদস্যরাসহ সমাজের লোকজনও নানা কথা শোনাতেন।
এখন সময় বদলেছে। কন্যা শিশু এখন প্রতিটি পরিবারে আশীর্বাদ হয়ে জন্ম নিচ্ছে। বিয়ানীবাজার উপজেলায় কন্যা শিশু নিয়ে অভিভাবকদের দৃষ্টিভঙ্গিও বদলেছে। তবে সারা দেশে কন্যাশিশুর নিরাপত্তাহীনতার বিষয়টি নিয়ে চিন্তিত তাঁরা।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য আব্দুল মালিক বলেন, ‘তিন মেয়েসন্তান জন্ম দিয়েও আমি এক গর্বিত পিতা। আমার মেয়েরা সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানকে সঠিক পরিবেশ দিয়ে প্রকৃত মানুষ করে তুলতে পারছেন কি না—সেটাই বড় কথা।’
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বেগম লিমা বলেন, মেয়েরা এখনো কোনো জায়গাতেই নিরাপদ না। পরিবারে সমান সুযোগ পেয়ে সে বড় হয় না। সেটা যত ধনী পরিবারই হোক বা যত দরিদ্র পরিবারই হোক। তবে বিয়ানীবাজারের প্রেক্ষাপটটা ভিন্ন।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্য বলেন, ‘আমাদের সমাজে পুরুষতান্ত্রিক সংস্কৃতি ভয়াবহ বিদ্যমান। আমরা এখনো নারীর নিরাপত্তা নিয়ে চিন্তিত। নারীদের সম্মান করার জায়গাটা এখনো তৈরি করতে পারিনি। এ জন্য আইনের পাশাপাশি পরিবারকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।’
পৌর মেয়র মো. আব্দুস শুকুর বলেন, বিয়ানীবাজার এলাকায় কন্যা শিশু নিয়ে মনোভাব কিছুটা বদলালেও সারা দেশে কন্যাশিশুরা এখনো নিরাপত্তাহীন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪