Ajker Patrika

নামাজির সামনে দিয়ে হাঁটা নিষেধ

আবদুল আযীয কাসেমি
নামাজির সামনে দিয়ে হাঁটা নিষেধ

নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। এ সম্পর্কে বিঘ্ন ঘটানো বড় গুনাহ। নামাজরত ব্যক্তির সামনে দিয়ে হেঁটে গেলে তার মনোযোগ নষ্ট হয়। তাই ইসলাম একে বড় গুনাহ হিসেবে চিহ্নিত করেছে।

মহানবী (সা.) বলেন, ‘নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলে যাওয়া ব্যক্তি যদি জানত তার কী পরিমাণ গুনাহ হচ্ছে, তাহলে সে প্রয়োজনে ৪০ (বর্ণনাকারী আবুন নাজার বলেন, ‘আমি জানি না, তিনি ৪০ দিনের কথা বলেছেন, নাকি ৪০ মাসের, নাকি ৪০ বছরের।’) পর্যন্ত দাঁড়িয়ে থাকত, তবুও নামাজির সামনে দিয়ে অতিক্রম করত না।’ (বুখারি ও মুসলিম)

ব্যাখ্যাকারগণ বলেন, ‘এখানে ৪০ কী—তা অস্পষ্ট রেখে নবীজি (সা.) মূলত বিষয়টির গুরুত্ব তুলে ধরেছেন।’ (শরহুন নববি)

এ ক্ষেত্রে শরিয়তের বিধান হলো, বড় মসজিদে নামাজ আদায় করলে এক কাতারের ভেতরে সামনে দিয়ে হাঁটা যাবে না। একইভাবে বড় মাঠে নামাজ আদায় করলেও একই বিধান প্রযোজ্য। যদি ছোট মসজিদে অথবা ছোট ঘরে নামাজ আদায় করে, তবে মসজিদের পশ্চিম দেয়াল পর্যন্ত তার সামনে দিয়ে হাঁটা যাবে না।

নামাজিদের উচিত, মানুষের চলাচলের জায়গায় নামাজ আদায় করতে না দাঁড়ানো। দাঁড়ালেও যেন সুতরা ব্যবহার করে। সুতরা হলো, দৈর্ঘ্যে কমপক্ষে এক হাত ও প্রস্থে কমপক্ষে এক আঙুল বা তার চেয়ে বেশি মোটা কোনো লাঠি সামনে গেড়ে দেওয়া বা দাঁড় করিয়ে দেওয়া। সামনে দিয়ে চলে যাওয়া ব্যক্তিকে নামাজি ব্যক্তি ইঙ্গিতে কিংবা সুবহানাল্লাহ বলে বারণ করতে পারবে। হাত দিয়ে ধাক্কা দেওয়া উচিত নয়। নারীরা ইশারা করবে বা হাততালি দেবে।

লেখক: শিক্ষক ও হাদিস গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত