Ajker Patrika

শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালকদের প্রশিক্ষণ

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫: ০৪
শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালকদের প্রশিক্ষণ

সড়ক ও মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণে মানিকগঞ্জে পরিবহন চালক ও শ্রমিকদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় মানিকগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন পরিবহনের শতাধিক চালক ও শ্রমিক অংশগ্রহণ করেন। আয়োজিত কর্মশালায় প্রশিক্ষণ নিতে আসা পরিবহন শ্রমিক আব্দুর রাজ্জাক বলেন, ‘গাড়ি চালাতে চালাতে হর্ন বাজানো অভ্যাসে পরিণত হয়ে গেছে। হর্ন বাজানোর কারণে অতিরিক্ত শব্দ দূষণে এত ক্ষতি হয় তা আগে বুঝতে পারিনি। প্রশিক্ষণ থেকে পাওয়া তথ্য পেশাগত জীবনে কাজে লাগানোর চেষ্টা করবো।’

আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. হাফিজুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রুহুল আমিন, বিআরটিএর উপপরিদর্শক মো. মাহবুব কামাল ও জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পরিবহন শ্রমিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত