Ajker Patrika

কর্মীদের হামলায় পণ্ড বিএনপির সম্মেলন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৪
কর্মীদের হামলায় পণ্ড বিএনপির সম্মেলন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মীদের হামলায় উপজেলা ও শহর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন পণ্ড হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের গড়কান্দা এলাকায় সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর এই হামলার ঘটনা ঘটে। এতে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন স্থগিত করা হয়। উপজেলা ও শহর বিএনপি সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছিল। পরে প্রায় ১৮ বছর পর গতকাল বৃহস্পতিবার দুপুরে সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে দুপুরে সম্মেলন উদ্বোধন করেন শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল। এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

প্রথম অধিবেশন শেষ হওয়ার পর বিকেলে একদল যুবক অতর্কিতভাবে চেয়ার ভাঙচুর ও চেয়ার ছোড়াছুড়ি করে। এতে সম্মেলন স্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না দিয়েই সভাস্থল ত্যাগ করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন পণ্ড হয়ে যায়। পরবর্তীতে জেলায় সম্মেলন সম্পন্ন হবে বলে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত