মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়িতে পরীক্ষামূলকভাবে চাষ করা তেলবীজ পেরিলা গাছে এখন ফুল এসেছে। এতে পাহাড়ে পেরিলা চাষে সম্ভাবনা দেখছেন কৃষক ও কৃষিবিদেরা।
কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, উপজেলার বরইতলী এলাকার প্রান্তিক কৃষক মো. খোরশেদ আলমের ৩০ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে পেরিলার চাষ করা হয়। সম্প্রতি এই গাছে ফুল আসতে শুরু করেছে। ফসল ভালো হবে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ বলেন, পেরিলা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ একটি ভোজ্য জাতীয় ফসল। এর উৎপত্তি মূলত দক্ষিণ কোরিয়া। ২০১৮ সালে কৃষিবিদ মোহাম্মদ আবদুল কাইয়ূম মজুমদারের গবেষণায় এটি দেশে উৎপাদন শুরু হয়।
অঞ্জন কুমার আরও জানান, পেরিলা মানবদেহের জন্য খুব উপকারী। এর মধ্যে ক্ষতিকর কোনো ইরিউসিক অ্যাসিড নেই। এর বীজ থেকে প্রায় ৪০ শতাংশ তেল আহরণ করা যায়। এর ৯১ শতাংশই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তেল আহরণের পর প্রাপ্ত খৈল গবাদিপশুর জন্য পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহার করা যায়।
প্রান্তিক কৃষক খোরশেদ আলম বলেন, ‘আমি এই ফসল চাষ করতে চাইনি। পরে সহকারী কৃষি কর্মকর্তার অনুরোধে চাষ করেছি। এখন পেরিলা গাছে ফুল দেখে ভালোই লাগছে। সফল হলে আগামীতে অনেক বেশি জমিতে এর চাষ করব।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সালাহ উদ্দীন কাউসার আফ্রাদ বলেন, ‘সাউ-পেরিলা বা পেরিলা মূলত দক্ষিণ কোরিয়ার একটি ফসল। ২০১৮ সালের এ দেশে পেরিলার চাষ শুরুর পর এখন তৃণমূলেও সম্প্রসারিত হচ্ছে। আমরা পরীক্ষামূলক চাষে খেতে এখন গাছে ফুল আসছে। সফলতা পেলে ভবিষ্যতে সাউ-পেরিলা চাষ বাড়াতে কৃষকদের প্রশিক্ষিত করব।’
এর আগে এ নিয়ে খবর প্রকাশ করে আজকের পত্রিকা।
খাগড়াছড়ির মানিকছড়িতে পরীক্ষামূলকভাবে চাষ করা তেলবীজ পেরিলা গাছে এখন ফুল এসেছে। এতে পাহাড়ে পেরিলা চাষে সম্ভাবনা দেখছেন কৃষক ও কৃষিবিদেরা।
কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, উপজেলার বরইতলী এলাকার প্রান্তিক কৃষক মো. খোরশেদ আলমের ৩০ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে পেরিলার চাষ করা হয়। সম্প্রতি এই গাছে ফুল আসতে শুরু করেছে। ফসল ভালো হবে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ বলেন, পেরিলা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ একটি ভোজ্য জাতীয় ফসল। এর উৎপত্তি মূলত দক্ষিণ কোরিয়া। ২০১৮ সালে কৃষিবিদ মোহাম্মদ আবদুল কাইয়ূম মজুমদারের গবেষণায় এটি দেশে উৎপাদন শুরু হয়।
অঞ্জন কুমার আরও জানান, পেরিলা মানবদেহের জন্য খুব উপকারী। এর মধ্যে ক্ষতিকর কোনো ইরিউসিক অ্যাসিড নেই। এর বীজ থেকে প্রায় ৪০ শতাংশ তেল আহরণ করা যায়। এর ৯১ শতাংশই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তেল আহরণের পর প্রাপ্ত খৈল গবাদিপশুর জন্য পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহার করা যায়।
প্রান্তিক কৃষক খোরশেদ আলম বলেন, ‘আমি এই ফসল চাষ করতে চাইনি। পরে সহকারী কৃষি কর্মকর্তার অনুরোধে চাষ করেছি। এখন পেরিলা গাছে ফুল দেখে ভালোই লাগছে। সফল হলে আগামীতে অনেক বেশি জমিতে এর চাষ করব।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সালাহ উদ্দীন কাউসার আফ্রাদ বলেন, ‘সাউ-পেরিলা বা পেরিলা মূলত দক্ষিণ কোরিয়ার একটি ফসল। ২০১৮ সালের এ দেশে পেরিলার চাষ শুরুর পর এখন তৃণমূলেও সম্প্রসারিত হচ্ছে। আমরা পরীক্ষামূলক চাষে খেতে এখন গাছে ফুল আসছে। সফলতা পেলে ভবিষ্যতে সাউ-পেরিলা চাষ বাড়াতে কৃষকদের প্রশিক্ষিত করব।’
এর আগে এ নিয়ে খবর প্রকাশ করে আজকের পত্রিকা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫