Ajker Patrika

লালপুরে ১০ ইউপির ৬৪ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৩: ৫৮
লালপুরে ১০ ইউপির ৬৪ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

নাটোরের লালপুরের ১০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ রোববার নির্বাচন। গতকাল শনিবার ভোটসংক্রান্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি, ওসি মো. ফজলুর রহমান প্রমুখ।

নির্বাচন উপলক্ষে প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়াও ১১ জন ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত, স্ট্রাইকিং ফোর্স, ডিবি পুলিশ, ৩ প্লাটুন (৬০ জন) বিজিবি, র‍্যাব টহলে থাকবে। নির্বাচনে ৯৩টি কেন্দ্রের মধ্যে ৬৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার ১০টি ইউপিতে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব। নির্বাচনে ৯৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫৪৪ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১ হাজার ৮৮ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। উপজেলার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪১ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১২১ জন ও সাধারণ সদস্যপদে ৪১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ৩ হাজার ৫৯৫ জন। নারী ভোটার ১ লাখ ৪০৩ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩ হাজার ১৯২ জন। ভোটকেন্দ্র সংখ্যা ৯৩টি, ভোটকক্ষ সংখ্যা ৫৪৪টি।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ১০ জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে (বিদ্রোহী) আওয়ামী লীগের ১৭ জন, বিএনপিসহ অন্যান্য ১২ জন এবং বাংলাদেশ ইসলামি আন্দোলন প্রার্থী ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত