Ajker Patrika

খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১২: ০৩
খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সরাইল সদরে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়ার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করেন স্থানীয় লোকজন।

এ সময় বিদ্যালয় মাঠে অপরিকল্পিত বিল্ডিং না তোলার দাবি তোলা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর উপজেলাবাসীর পক্ষ থেকে লিখিত আবেদন করেন সাবেক ওই ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শের আলম মিয়া।

লিখিত আবেদন ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের শতবর্ষী খেলার মাঠের বর্তমান পরিধি নষ্ট করে বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণকাজ শুরু করেছে। বহুতল ভবন নির্মাণ করে মাঠের পরিধি ছোট করার অভিযোগে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

বিক্ষুব্ধ লোকজন জানায়, মাঠের বর্তমান পরিধি ঠিক রেখে মাঠের পশ্চিম দিকে বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণ করার দাবি ছিল। কিন্তু স্থানীয় লোকজনের দাবিকে উপেক্ষা করে ভবন নির্মাণ করে শত বছরের ঐতিহ্যবাহী এই মাঠ নষ্ট করার চক্রান্ত হচ্ছে।

এ ব্যাপারে সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক আজকের পত্রিকাকে জানান, সকলের সঙ্গে বৈঠক করেই বিদ্যালয়ের নতুন ভবনটির নির্মাণকাজ করা হচ্ছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল আজকের পত্রিকাকে বলেন, ‘খেলার মাঠ ঠিক রেখে বিল্ডিং নির্মাণের ব্যাপারে একটি লিখিত আবেদন পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত