Ajker Patrika

শীতে সবজির জোগান বাড়লেও কমেনি দাম

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৮: ১৬
শীতে সবজির জোগান বাড়লেও কমেনি দাম

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাজারে জোগান বেড়েছে শীতের শাকসবজির, কিন্তু কমেনি দাম। গত মাসের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে এ উপজেলায় চাষ করা ১০ হেক্টর শাকসবজির ক্ষতি হয়েছে। সেই ক্ষতির প্রভাব এখন হাটবাজারে পড়েছে।

তবে বিক্রেতারা জানান, এই উপজেলায় আবাদ করা শাকসবজি ছাড়াও ঢাকা থেকে এনে বিক্রি করে থাকেন। ফলে কোনো ধরনের প্রভাব পড়বে না। তবে শীতের প্রথম দিকে বেশি দামে বিক্রি হলেও এখন ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কিছুটা কমেছে। ক্রেতারা বলছেন, কোনো সবজির দাম ৫০ টাকার নিচে না। বেশি দামে কিনতে হচ্ছে।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বিক্রেতারা সবজির পসরা নিয়ে বসে আছেন। অনেক ক্রেতা সবজি কিনছেন, আবার অনেকে কিছুটা কম কিনছেন। এর কারণ অধিকাংশ শাকসবজির দাম চড়া। অনেক ক্রেতার সাধ আছে, কিন্তু সাধ্য নেই। এর মধ্যে ফুলকপি ৩০-৪০ টাকা পিস, বাঁধাকপি ৩০-৪০ টাকা পিস, টমেটো ৪০-৬০, শিম ৪৫-৫০, পটোল ৪০-৫০, বরবটি ৪০-৫০, করলা ৬০-৭০, চিচিঙ্গা ৫০-৫৫, কাঁচকলা প্রতি হালি ৩০-৪০, প্রতি আঁটি মুলাশাক ৮-১৫, লালশাক ১০-১৫ ও পালংশাক ১৫-২০, পুরোনো আলু ২৫, নতুন আলু ৩০-৩৫, দেশি পেঁয়াজ ৩৫-৪০, ইন্ডিয়ান পেঁয়াজ ৪৫, কাঁচামরিচ ৫০-৬০, বেগুন (গোল) ৫০-৫৫, বেগুন (লম্বা) ৪৫-৫০ টাকা এবং প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার টানা বৃষ্টিতে প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আলু নষ্ট হয়েছে। সরিষা ৭০০ হেক্টর, পেঁয়াজ ৫ হেক্টর, রসুন ৪ হেক্টর ও শাকসবজি ১০ হেক্টর ক্ষতি হয়েছে।

সবজি কিনতে আসা আল মামুন বলেন, ‘সব ধরনের সবজির দাম ৫০ টাকার ওপরে। এত দাম হলে আমরা কীভাবে সবজি কিনে খাব। এই শীতের মৌসুমে যদি সবজির দাম বাড়তে থাকে, তবে সাধারণ মানুষ যাবে কোথায়।’

আরও কয়েকজনের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, সব ধরনের সবজির দাম অনেক চড়া। কিন্তু সিরাজদিখানে ফসল নষ্ট হওয়ায় টাটকা শাকসবজি পাওয়া যাচ্ছে না।

সিরাজদিখান বাজারের সবজি বিক্রেতা মো. হাবিবুর রহমান বলেন, ‘শীতের সবজির সরবরাহ যত বাড়বে, দামও আরও কমবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘নিম্নচাপ এবং অসময়ে বৃষ্টির কারণে আলু, সরিষা, পেঁয়াজ, রসুন, শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে দাম একটু বেশি। তবে এ দাম আরও কমে আসবে কয়েক দিনের মধ্যে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত