Ajker Patrika

মেহজাবীনের প্রশংসায় মল্লিক দম্পতি

মেহজাবীনের প্রশংসায় মল্লিক দম্পতি

এক যুগের বেশি সময় ধরে ছোট পর্দায় অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী। ওপার বাংলাতেও জনপ্রিয়তা আছে তাঁর। এবার মেহজাবীনের অভিনয়ের প্রশংসা করলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক ও তাঁর স্ত্রী দীপা মল্লিক। এক ভিডিও বার্তায় দীপা মল্লিক বলেন, ‘মেহজাবীন, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। তোমার আর অপূর্বর সব কটা নাটক আমার দেখা হয়ে গেছে।

গতকাল রাতেও আমার হাজবেন্ড রঞ্জিত মল্লিককে তোমার “খেয়ালী আমি, হেয়ালী তুমি’’ নাটকটি দেখালাম। তা ছাড়া “বড় ছেলে’’ বলে যে নাটকটা, সেটায় তুমি অসাধারণ ভালো অভিনয় করেছ। আমি ভাবছি, আমার মেয়ে আছে কোয়েল মল্লিক, তাকেও তোমার সব কটি নাটক দেখাব। তোমার জন্য অনেক অনেক শুভকামনা।’

দীপা মল্লিকের সঙ্গে সুর মিলিয়ে রঞ্জিত মল্লিক বলেন, ‘এক্সিলেন্ট পারফরম্যান্স, উইশ ইউ অল দ্য বেস্ট।’ তাঁদের এই ভিডিও বার্তা ফেসবুকে শেয়ার করেছেন মেহজাবীন। ক্যাপশনে লিখেছেন, ‘সবার প্রিয় রঞ্জিত মল্লিক স্যার এবং তাঁর স্ত্রী দীপা মল্লিকের কাছ থেকে পাওয়া এমন চমৎকার কথাগুলো আমাকে সত্যিই বিস্মিত করেছে। আপনার এমন চমৎকার কথা এবং আমার কলকাতার ভক্তদের ভালোবাসায় আমি অনেক আপ্লুত।’

নাটক দিয়ে জনপ্রিয়তা পেলেও ওটিটিতে ব্যস্ত হওয়ার পর নাটকে অনিয়মিত হয়ে পড়েছেন মেহজাবীন। সবশেষ গত বছর প্রকাশ পেয়েছিল তাঁর ‘অনন্যা’ নাটকটি। এবার ঈদুল আজহা উপলক্ষে ‘তিথিডোর’ নামের নতুন একটি টেলিফিল্মের শুটিং করেছেন তিনি। জাহান সুলতানার লেখা টেলিফিল্মটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বেলা ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে।

টেলিফিল্মটি নিয়ে মেহজাবীন বলেন, ‘আত্মহত্যার প্রবণতায় ভুগছেন এমন একজন মানুষ নিশাতকে ঘিরেই এই নাটকের গল্প। গল্পটা এই সময়ের জন্য উপযোগী একটি গল্প। আত্মহত্যা করার প্রবণতা যাদের মধ্যে থাকে, তাদের কারণে সমাজে এবং পরিবারের ওপর যে প্রভাব পড়ে, তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা পুলিশ কমিশনার নাজমুল করিম বরখাস্ত

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

এলাকার খবর
Loading...