Ajker Patrika

শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রস্তুতি

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩: ৪২
শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রস্তুতি

সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ আজ বৃহস্পতিবার। নীলফামারী, গাইবান্ধা ও দিনাজপুরের বিভিন্ন উপজেলায় মোট ২৭ ইউনিয়নে আজ ভোটগ্রহণ করা হবে। গতকাল বুধবার দুপুরের পর প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁরা কেন্দ্রে রাতযাপন করে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করবেন।

এদিকে শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা যেন না ঘটে, সে জন্য প্রতিটি ইউনিয়নকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে বিজিবি, আনসার, পুলিশ ও ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এ ছাড়া তদারকি করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নিযুক্ত থাকবেন। বিস্তারিত সংশ্লিষ্ট উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে:

নীলফামারী: দ্বিতীয় ধাপে সদর উপজেলার ১১টি ইউনিয়নের ১০০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৩৪টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে মোট ১০০ প্রিসাইডিং কর্মকর্তা, ৫৮৬ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ১ হাজার ১৭২ পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ১১ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬৪ জন, সংরক্ষিত আসনে ১৪৭ জন ও সাধারণ ওয়ার্ড সদস্যপদে ৩৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার দুই লাখ ১২ হাজার পাঁচ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ছয় হাজার ৮৯৮ জন এবং নারী ভোটার রয়েছেন এক লাখ পাঁচ হাজার ১০৭ জন।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন সব ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনের আগে-পরে যেন কোনো সহিংসতা ঘটতে না পারে, সে জন্য পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি মোতায়েন থাকবে বলে জানান তিনি।

হাকিমপুর (দিনাজপুর) : হাকিমপুর উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট আজ। তিন ইউনিয়নে মোট ২৭ ভোটকেন্দ্রে ১৮৬টি বুথে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ৫২ হাজার ৫২৫। তিন ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা যেন না ঘটে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে দুই প্লাটুন বিজিবি, ১৭ জন আনসার, পাঁচ জন পুলিশ ও তিন জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এ ছাড়া নির্বাচন তদারকি করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ জানান, উপজেলার তিনটি ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে করতে বিজিবি ও পুলিশের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টহলে থাকবেন। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

গাইবান্ধা: সদর উপজেলার ১৩ ইউপিতে ভোট আজ। এর মধ্যে লক্ষ্মীপুর ইউনিয়নে ইভিএমে এবং বাকি ১২ ইউনিয়নে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে। ইউনিয়নগুলো হচ্ছে কামারজানি, লক্ষ্মীপুর, মালিবাড়ী, কুপতলা, বোয়ালী, বাদিয়াখালী, রামচন্দ্রপুর, মোল্লারচর, সাহাপাড়া, খোলাহাটি, গিদারী, ঘাগোয়া ও বল্লমঝাড়। উপজেলার ১২০টি কেন্দ্রে ব্যালট ও নয়টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে তিন লাখ চার হাজার ১৪৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটকেন্দ্র ১২৯টি। চেয়ারম্যান পদে ৭৬ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২৪৯ জন ও সাধারণ সদস্যপদে ৫৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গতকাল বুধবার ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্স, লক্ষ্মীপুর ইউনিয়নে ইভিএম মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি পাঠানো হয়। এসব কেন্দ্রের ঝুঁকি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত