বাতাসে দুলছে খেতের সবুজ ফসল। মাঠের মাঝখানে ১০-১২ শতক জমির ওপর জলাশয়। মনের আনন্দে সাঁতার কাটছে হরেক রকম মাছ। পানির ওপর পুঁতে রাখা বাঁশ-কঞ্চি। তাতে খাবারের খোঁজে একমনে বসে মাছরাঙা পাখিটা। জলাশয়ের পাড়েও ছড়ানো পাখিদের খাবার। উড়ে উড়ে আসছে আর খেয়ে চলে যাচ্ছে। পাশেই দুটি সাইনবোর্ড টাঙানো। একটিতে বড় করে লেখা—
‘পাখির নিরাপদ আশ্রম’
ওপরের দিকে কাব্যিক ভাষায় পাখিকে জানানো হয়েছে নিমন্ত্রণ,
‘উড়তে উড়তে হাফিয়ে গেছ
ওহে পাখির ঝাঁক,
একটু থাম মাছ খেয়ে যাও
মাছরাঙা, বক বা কাক...’
যশোরের ঝিকরগাছা উপজেলার কুলিয়া গ্রামে চোখে পড়বে এ দৃশ্য। পাখির জন্য নিরাপদ এ আশ্রয় বানিয়েছেন এ গ্রামের মোহাম্মদ সায়েদ আলী। জলাশয়ের আরেকটি সাইনবোর্ডেই মিলবে তাঁর পাখিপ্রেমের বার্তা, ‘একটুখানি সহযোগিতা আগামীর সম্ভাবনা, বাংলাদেশের পাখি, বাংলাদেশের প্রাণ, পাখি বাঁচান, বাংলাদেশকে বাঁচান।’
পঞ্চাশোর্ধ্ব মোহাম্মদ সায়েদ আলী পেশায় একজন কৃষক। এলাকাবাসীর কাছে তিনি সাদামনের মানুষ হিসেবেই পরিচিত। ২৭ বছর ধরে এলাকাবাসীকে পরম মমতার পরশ দিয়ে মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন।
১৯৯৫ সালে নিজ গ্রামের দাখিল মাদ্রাসার ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়ার মাধ্যমে শুরু হয় সায়েদ আলীর সামাজিক ও পরোপকারমূলক কাজ। আর থামেননি। রাস্তাঘাট নির্মাণ, অসুস্থদের সেবাদান, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা, অসহায় পরিবারে ভ্যান ও সেলাই মেশিন প্রদান এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, বজ্রপাত রোধে গ্রামের রাস্তার দুই পাশে তালের আঁটি (বীজ) রোপণ, পাখির অভয়াশ্রমের জন্য গাছে মাটির ছোট কলস টাঙানো, পুকুর বানিয়ে সেখানে মাছ খাওয়ার ব্যবস্থা এবং পাখিদের খাবার দেওয়ার মতো বেশ কিছু কাজে রয়েছে এ সাদামনের মানুষের ছোঁয়া।
গত বছরের শেষ দিকে ১০-১২ শতক জমিতে জলাশয় বানিয়ে ৪ হাজার টাকার দেশি প্রজাতির ছোট মাছ ছাড়েন। পানির ওপর পাখিদের বসার জন্য বাঁশ-কঞ্চি পুঁতে দেন, যাতে পাখি বসে পানির মাছ খেতে পারে। জলাশয়ের পাড়ে পাখির খাবার দেন নিয়মিত। মাঝেমধ্যে বাজার থেকে মাছ কিনে এনেও পাখিদের জন্য পানিতে দেন। কেউ যেন পাখি না তাড়ায়, সে জন্য টাঙিয়েছেন সাইনবোর্ড। সায়েদ আলীর পাখির নিরাপদ আশ্রয় নজর কেড়েছে সবার।
সায়েদ আলীকে সাদামনের মানুষ বলার পেছনের কারণ জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা। সায়েদ আলী ব্যক্তিগত উদ্যোগে তাঁর গ্রামসহ এলাকায় শিক্ষা, ধর্মসহ সামাজিকতায় যাঁরা অবদান রেখেছেন, তাঁদের খুঁজে বের করে সম্মাননা দেন। সমাজকর্মী হিসেবে গড়ে তুলতে চান সবাইকে।
মানুষ হিসেবে এসব কাজ সবার করা উচিত—এমনটাই মনে করেন সায়েদ। ছেলে সাকিল হোসেনও মহৎ এসব কাজে তাঁর সঙ্গে আছেন বলে জানান। সায়েদ বলেন, ‘আমি এখন শুধু আমার আয়রোজগারের টাকা খরচ করি না। এসব কাজে আমার ছেলে সাকিল হোসেনের বেতনের টাকাও ব্যয় করি।’
বাকি জীবন এভাবে সামাজিক ও পরোপকারী কাজ করে যেতে চান সায়েদ আলী।
বাতাসে দুলছে খেতের সবুজ ফসল। মাঠের মাঝখানে ১০-১২ শতক জমির ওপর জলাশয়। মনের আনন্দে সাঁতার কাটছে হরেক রকম মাছ। পানির ওপর পুঁতে রাখা বাঁশ-কঞ্চি। তাতে খাবারের খোঁজে একমনে বসে মাছরাঙা পাখিটা। জলাশয়ের পাড়েও ছড়ানো পাখিদের খাবার। উড়ে উড়ে আসছে আর খেয়ে চলে যাচ্ছে। পাশেই দুটি সাইনবোর্ড টাঙানো। একটিতে বড় করে লেখা—
‘পাখির নিরাপদ আশ্রম’
ওপরের দিকে কাব্যিক ভাষায় পাখিকে জানানো হয়েছে নিমন্ত্রণ,
‘উড়তে উড়তে হাফিয়ে গেছ
ওহে পাখির ঝাঁক,
একটু থাম মাছ খেয়ে যাও
মাছরাঙা, বক বা কাক...’
যশোরের ঝিকরগাছা উপজেলার কুলিয়া গ্রামে চোখে পড়বে এ দৃশ্য। পাখির জন্য নিরাপদ এ আশ্রয় বানিয়েছেন এ গ্রামের মোহাম্মদ সায়েদ আলী। জলাশয়ের আরেকটি সাইনবোর্ডেই মিলবে তাঁর পাখিপ্রেমের বার্তা, ‘একটুখানি সহযোগিতা আগামীর সম্ভাবনা, বাংলাদেশের পাখি, বাংলাদেশের প্রাণ, পাখি বাঁচান, বাংলাদেশকে বাঁচান।’
পঞ্চাশোর্ধ্ব মোহাম্মদ সায়েদ আলী পেশায় একজন কৃষক। এলাকাবাসীর কাছে তিনি সাদামনের মানুষ হিসেবেই পরিচিত। ২৭ বছর ধরে এলাকাবাসীকে পরম মমতার পরশ দিয়ে মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন।
১৯৯৫ সালে নিজ গ্রামের দাখিল মাদ্রাসার ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়ার মাধ্যমে শুরু হয় সায়েদ আলীর সামাজিক ও পরোপকারমূলক কাজ। আর থামেননি। রাস্তাঘাট নির্মাণ, অসুস্থদের সেবাদান, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা, অসহায় পরিবারে ভ্যান ও সেলাই মেশিন প্রদান এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, বজ্রপাত রোধে গ্রামের রাস্তার দুই পাশে তালের আঁটি (বীজ) রোপণ, পাখির অভয়াশ্রমের জন্য গাছে মাটির ছোট কলস টাঙানো, পুকুর বানিয়ে সেখানে মাছ খাওয়ার ব্যবস্থা এবং পাখিদের খাবার দেওয়ার মতো বেশ কিছু কাজে রয়েছে এ সাদামনের মানুষের ছোঁয়া।
গত বছরের শেষ দিকে ১০-১২ শতক জমিতে জলাশয় বানিয়ে ৪ হাজার টাকার দেশি প্রজাতির ছোট মাছ ছাড়েন। পানির ওপর পাখিদের বসার জন্য বাঁশ-কঞ্চি পুঁতে দেন, যাতে পাখি বসে পানির মাছ খেতে পারে। জলাশয়ের পাড়ে পাখির খাবার দেন নিয়মিত। মাঝেমধ্যে বাজার থেকে মাছ কিনে এনেও পাখিদের জন্য পানিতে দেন। কেউ যেন পাখি না তাড়ায়, সে জন্য টাঙিয়েছেন সাইনবোর্ড। সায়েদ আলীর পাখির নিরাপদ আশ্রয় নজর কেড়েছে সবার।
সায়েদ আলীকে সাদামনের মানুষ বলার পেছনের কারণ জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা। সায়েদ আলী ব্যক্তিগত উদ্যোগে তাঁর গ্রামসহ এলাকায় শিক্ষা, ধর্মসহ সামাজিকতায় যাঁরা অবদান রেখেছেন, তাঁদের খুঁজে বের করে সম্মাননা দেন। সমাজকর্মী হিসেবে গড়ে তুলতে চান সবাইকে।
মানুষ হিসেবে এসব কাজ সবার করা উচিত—এমনটাই মনে করেন সায়েদ। ছেলে সাকিল হোসেনও মহৎ এসব কাজে তাঁর সঙ্গে আছেন বলে জানান। সায়েদ বলেন, ‘আমি এখন শুধু আমার আয়রোজগারের টাকা খরচ করি না। এসব কাজে আমার ছেলে সাকিল হোসেনের বেতনের টাকাও ব্যয় করি।’
বাকি জীবন এভাবে সামাজিক ও পরোপকারী কাজ করে যেতে চান সায়েদ আলী।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪