Ajker Patrika

যাঁরা পেলেন জাতীয় পুরস্কার

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২০: ২৯
যাঁরা পেলেন জাতীয় পুরস্কার

ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আবারও জায়গা করে নিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেল সৃজিত পরিচালিত ‘গুমনামী’। উপন্যাস অবলম্বনে তৈরি সেরা চিত্রনাট্যের জন্যও পুরস্কার পেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি। এছাড়া কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘জ্যেষ্ঠপুত্র’ পেল জোড়া পুরস্কার। সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা সংগীত পরিচালনার জন্য সম্মানিত হয়েছে ছবিটি।

দিল্লির বিজ্ঞান ভবনে গতকাল অনুষ্ঠিত হয় ৬৭তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত। 

সেরা বাংলা ছবি: গুমনামী। সেরা হিন্দি ছবি: ছিছোরে

সেরা অভিনেতা: মনোজ বাজপেয়ি, ধানুশ

সেরা অভিনেত্রী: কঙ্গনা রনৌত

সেরা সহ-অভিনেতা: বিজয় সেতুপতি

সেরা সহ-অভিনেত্রী: পল্লবী জোশি

সেরা সংগীত পরিচালনা: প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়

সেরা পরিচালক: সঞ্জয় পুরাণ সিংহ চৌহান

সেরা মৌলিক চিত্রনাট্য: কৌশিক গঙ্গোপাধ্যায়

উপন্যাস অবলম্বনে লেখা সেরা চিত্রনাট্য: সৃজিত মুখোপাধ্যায় (গুমনামী)

সেরা চিত্রায়ন: জাল্লিকাট্টু

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত