Ajker Patrika

চাঁদা না দেওয়ায় মামলায় ফাঁসানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১০: ১৩
চাঁদা না দেওয়ায় মামলায় ফাঁসানোর অভিযোগ

পুলিশের সোর্সকে চাঁদা না দেওয়ায় রাজধানীর মিরপুরের পল্লবীর মিল্লাত ক্যাম্পের একটি পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে মাদকের মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই পরিবারের সদস্য পৃথিবী আক্তার।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পল্লবী থানার সোর্স পরিচয়ে তারেক নামের এক ব্যক্তি পুলিশের হয়ে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে গত ১৬ ফেব্রুয়ারি রাতে পল্লবী থানার এএসআই হরিদান ও হুমায়ন কবির হাওলাদারসহ কয়েকজন পুলিশ নিয়ে পৃথিবীদের বাসায় যান এবং কারণ ছাড়া তাঁর ভাই ডলারকে মারধর করেন। এ সময়ে তাঁদের মা বাধা দিলে পুলিশের সদস্যরা তাঁকে ধাক্কা দেন। এতে তিনি জ্ঞান হারান এবং রাত ৩টার দিকে মারা যান। পুলিশের চাপে ময়নাতদন্ত ছাড়াই তাঁকে দাফন করা হয়।

ঘটনার পর ভুক্তোভোগীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য পেয়ে সোর্সের মাধ্যমে পল্লবী থানা-পুলিশ পৃথিবীদের জানায়, পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা না করার শর্তে এবং পাঁচ লাখ টাকা দিলে সবাইকে ছেড়ে দেওয়া হবে। পৃথিবীর দাবি, টাকা না দিতে পারায় তার কলেজপড়ুয়া বোন দীপা, রিপা ও ভাই ডলারকে ইয়াবা ও হেরোইন উদ্ধার দেখিয়ে মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার হয়ে তারা এখন কারাগারে। এ মামলায় পৃথিবী ও তার স্বামীকে পলাতক দেখানো হয়েছে।

পৃথিবী আক্তারের অভিযোগের বিষয়ে জানতে পল্লবী থানার ওসি পারভেজ ইসলামের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত