Ajker Patrika

ধৈর্য ধরুন, সংযত হোন

সম্পাদকীয়
ধৈর্য ধরুন, সংযত হোন

ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠা রাজনীতির মাঠটা এমন কোনো সংকেত দিচ্ছে না, যা থেকে আমরা ধরে নিতে পারি, খুব শিগগির এর একটা যৌক্তিক সমাধান হবে। সরকার ও বিরোধী দলের মধ্যে সম্পর্কটা দিনে দিনে এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যাতে মনে হচ্ছে এই অস্থিরতা খুব সহজে কাটবে না।

আজ ঢাকায় বিএনপির সমাবেশ হওয়ার কথা। এই সমাবেশ নিয়ে কদিনে যে ঘটনাগুলো ঘটে গেল, তা ছিল অনভিপ্রেত। নয়াপল্টনে বিএনপির কর্মীদের অবস্থান ও পুলিশি অভিযান স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করেছে। পুলিশ যেমন ধৈর্যের পরিচয় দেয়নি, বিরোধী দলের পক্ষ থেকেও উসকানি ছিল। এই পরিস্থিতিতে সরকারপক্ষকেই সংযত আচরণ করতে হয়। লাশের রাজনীতি কোনো রাজনীতি নয়। কিন্তু উত্তপ্ত সময়ে অবিবেচকের মতো গুলি চালালে তার বিরুদ্ধে কথা বলার জন্য বিরোধীদলীয় সমর্থক হতে হয় না, যেকোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষই বলবে, এটা ঠিক হয়নি।

সব মিলিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে দুই পক্ষেরই উচিত অতি দ্রুত একটি সংলাপে বসা। দেশের ভবিষ্যৎ যেন অনিশ্চিত হয়ে না যায়, তা নিশ্চিত করা।

দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশ করেছে বিএনপি। তাতে জনসমাগম হয়েছে। পরিবহন বন্ধসহ, বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে সমাবেশ ব্যাহত করার যে চেষ্টা হয়েছে, তাতে কোনো কাজ হয়নি; বরং এ ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সরকার বিচক্ষণতার পরিচয় দিতে পারত। সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করার জন্য যে প্রশ্নগুলো ইদানীং উঠছে, তার সমাধান করেই বিরোধী দলের রাজনীতির জবাব দিতে পারত সরকার। ব্যাংক থেকে হাজার কোটি টাকা লোপাট করছে যারা, রাজনীতির মাঠে পেশিশক্তির ব্যবহার করছে যারা, লুটপাট করছে যারা, ক্যাসিনো খুলে বসছে যারা, বিভিন্ন লোভ দেখিয়ে জনগণের অর্থ হাতিয়ে নিচ্ছে যারা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে সরকারের প্রতি সমর্থন বাড়তে পারত। রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত করার কার্যকরী ব্যবস্থা নিয়ে এবং রপ্তানি আয় বাড়ানোর পথ খুঁজে বের করে রিজার্ভ ঘাটতি দূর করার চেষ্টা করলে সরকার বাহবা পেত। এসব না ভেবে বিরোধী রাজনীতির সঙ্গে সংঘাতের পথটাকেই এ মুহূর্তে সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ পথ বলে মনে করা হলে সরকার ভুল করবে। বিএনপির শীর্ষ নেতাদের আটক করার মাধ্যমে সরকার কী সংকেত দিতে চায়?

বিরোধী রাজনীতির মধ্যেও উসকানিমূলক আচরণ দেখা যাচ্ছে। কেউ কেউ সরকারবিরোধী যে উগ্র প্রচারণা চালাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে, তা মোটেই সুবিবেচিত নয়। কোনো পক্ষ থেকেই কোনো ধরনের হঠকারিতা কাম্য নয়।

রাজনীতির লক্ষ্য যদি জনগণের সেবা করা হয়, তাহলে সরকার ও বিরোধী দল—উভয় পক্ষকেই ধৈর্য ধরতে হবে। জনগণের ভাষা বুঝতে হবে। এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করা ঠিক হবে না, যা জনসাধারণের জীবনকে বিপর্যস্ত করে তোলে।

জনতার জয় হোক—এই যেন হয় রাজনীতির লক্ষ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত