Ajker Patrika

বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের গুরুত্ব

ড. এ এন এম মাসউদুর রহমান
বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের গুরুত্ব

সংবাদ প্রেরণ ও প্রচার স্বাভাবিক কাজ। যাচাই-বাছাই করেই সংবাদ বিশ্বাস ও প্রচার করা জরুরি। কারণ, সংবাদ যদি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন হয়ে থাকে, তবে সমাজে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আমরা এ প্রসঙ্গে মহানবী (সা.)-এর যুগের একটি ঘটনা উল্লেখ করতে পারি।

মহানবী (সা.) বনি মুস্তালিকের কাছে জাকাত আদায়ের জন্য ওয়ালিদ ইবন উকবাকে পাঠান। তারা ওয়ালিদকে স্বাগত জানানোর জন্য রাস্তায় বেরিয়ে আসে। এতে ওয়ালিদ ভীতসন্ত্রস্ত হয়ে মাঝপথ থেকে ফিরে এসে মহানবী (সা.)-কে জানান যে, বনি মুস্তালিক জাকাত দিতে অস্বীকার করেছে এবং অস্ত্র দিয়ে তাঁকে হত্যা করতে উদ্যত হয়েছে। মিথ্যা বলার কারণ, জাহিলি যুগ থেকেই তাঁর গোত্র ও বনি মুস্তালিকের মধ্যে ভীষণ শত্রুতা ছিল। মহানবী (সা.) এ সংবাদ শুনে ভীষণ রাগান্বিত হন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে মনস্থির করেন। এতে সাহাবিগণও তাঁকে সমর্থন করেন। ইত্যবসরে বনি মুস্তালিকের একটি প্রতিনিধিদল মহানবী (সা.)-এর কাছে এসে বলল, ‘হে আল্লাহর রাসুল, আমরা সংবাদ পেলাম যে, আমাদের কাছে প্রেরিত ওয়ালিদ মাঝপথ থেকে ফিরে এসেছেন। আমরা আশঙ্কা করছি, হয়তো আপনি আমাদের প্রতি রাগ করেছেন এবং তাঁকে ফিরে আসতে বলেছেন। আমরা এ জন্য আল্লাহর কাছে পানাহ চাচ্ছি।’ মহানবী (সা.) বিষয়টি বুঝতে পারলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ‘হে ইমানদারগণ, যদি কোনো পাপিষ্ঠ তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করে নাও। এ আশঙ্কায় যে, তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়কে আক্রমণ করবে, ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে।’ (সুরা হুজুরাত: ৬)

মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা প্রতারণার শামিল। তাই সংবাদ প্রচারে সাবধানতা অবলম্বন করা অত্যাবশ্যক।

লেখক: ড. এ এন এম মাসউদুর রহমান, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত