Ajker Patrika

সেতু ভেঙে বিক্রি করলেন ইউপি চেয়ারম্যান

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৩: ২২
সেতু ভেঙে বিক্রি করলেন ইউপি চেয়ারম্যান

নীলফামারীর ডিমলায় এক ইউপি চেয়ারম্যান দরপত্র ছাড়াই পরিত্যক্ত সেতু ভেঙে বিক্রি করছেন। তবে ওই চেয়ারম্যান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশে সেতু ভাঙার কথা জানান। অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাউর রহমান জানান, সেতু ভাঙার পর মালামাল ইউনিয়ন পরিষদে জমা করে নিলামে তোলা হবে।

মেজবাউর রহমান আরও বলেন, ‘আমাদের নিষেধ সত্ত্বেও চেয়ারম্যান সেতু ভাঙার কাজ শুরু করেন। মালামাল চেয়ারম্যানের দায়িত্বে আছে। চেয়ারম্যান ইট ও রড বিক্রি করে থাকলে এর দায়ভার আমাদের না।’

সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের মাস্টারপাড়ায় কুমলাই নদের সেতুটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ২০২১-২২ অর্থবছরে প্রায় ৬৪ লাখ টাকা ব্যয়ে নতুন করে ১৫ মিটার সেতু নির্মাণের দরপত্র দেওয়া হয়। এর আগে টেন্ডার ছাড়াই গয়াবাড়ি ইউপি চেয়ারম্যান সামছুল হক তড়িঘড়ি করে ১ জানুয়ারি থেকে শ্রমিক দিয়ে সেতুটি ভাঙার কাজ শুরু করেন। ভাঙা সেতু থেকে প্রতিদিন ইট, খোয়া ও রড নিলাম ছাড়াই বিক্রি করছেন।

সরেজমিন দেখা যায়, ১৫ মিটার দীর্ঘ সেতুর উপরিভাগের পুরোটাই ভাঙার কাজ শেষ হয়েছে। এখন নিচের অংশ ভাঙার কাজ চলছে। এখান থেকে প্রাপ্ত ইট ও রড ইউনিয়ন পরিষদে জমা না করে নিজের বাড়ি থেকে চেয়ারম্যান সামছুল হক তা বিক্রি করেন।

সেতু ভাঙার কাজের শ্রমিক হাবিবুর রহমান বলেন, ‘ইউপি চেয়ারম্যানের নির্দেশে দৈনিক হাজিরায় সেতু ভাঙার কাজ করছি। প্রতিদিন ১৪-১৫ জন শ্রমিক এ কাজ করি। সেতুটি ভাঙতে সর্বোচ্চ দুই সপ্তাহ লাগবে।’

এদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সামছুল হক বলেন, ‘উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাউর রহমানের নির্দেশে শ্রমিক দিয়ে সেতু ভাঙার কাজ শুরু করেছি। ওই কর্মকর্তার সঙ্গে আলোচনা করেই গত এক সপ্তাহের ইট ও রড বিক্রি করে শ্রমিকদের মজুরি দিয়েছি। এখানে আমার কোনো দায়ভার নেই। সেতুর বাকি অংশের মালামাল বিক্রি শেষে শ্রমিকদের টাকা পরিশোধ করা সম্ভব হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত