Ajker Patrika

শীতবস্ত্র পেয়ে খুশি এতিম শিশুরা

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৪
শীতবস্ত্র পেয়ে খুশি এতিম শিশুরা

নওগাঁয় সরকারি শিশু পরিবারের (বালিকা) নিবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র পেয়ে খুশি শিশুরা। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এতিম শিশু ও বৃদ্ধাদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র হিসেবে ৬৫ জন শিশু ও ২ জন বৃদ্ধার উন্নতমানের ওভার কোট বিতরণ করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ন কবীর।

মো. হুমায়ন কবীর বলেন, এতিমদের সঙ্গে সরকার রয়েছে। তাই লেখাপড়া শেষে সমাজে প্রতিষ্ঠিত হওয়া নিয়ে কোনো ভয় নেই। সরকার এতিমদের জন্য আলাদাভাবে সুযোগ সৃষ্টি করেছে। তাঁদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে একজন মেধাবী মানুষ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

এ সময় জেলা প্রশাসক মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, জেলা সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা কামরুল আহসান, নিবাসের উপ-তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত