Ajker Patrika

ঝিনাইদহে সম্প্রীতির শোভাযাত্রা

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১২: ৩৮
ঝিনাইদহে সম্প্রীতির শোভাযাত্রা

দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে গত মঙ্গলবার বিকেলে শহরের পায়রা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহসভাপতি আইনজীবী আজিজুর রহমান, তৈয়ব আলী জোয়ারদার, ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান খোকা, সাংগঠনিক সম্পাদক এম হাকিম বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা বক্তব্য রাখেন।

সমাবেশে সাইদুল করিম মিন্টু বলেন, ‘সকল ধর্মের মানুষের সহাবস্থানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য কাজ করছেন। তবে কিছু উন্নয়ন বিরোধীরা ষড়যন্ত্র করছে। সমাজে অরাজকতা সৃষ্টিকারী এসব ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত