Ajker Patrika

ভোর হতেই ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৪
ভোর হতেই ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত

আজ ১১ ডিসেম্বর নান্দাইল মুক্ত দিবস। ১৯৭১ সালের ১০ নভেম্বর মুক্তিযোদ্ধারা গোপনে বৈঠক করে পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলা চালানোর পরিকল্পনা করেন। সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর আক্রমণের পরিকল্পনা করা হয়। ১৭ নভেম্বর মুক্তিযোদ্ধারা চারটি দলে ভাগ হয়ে নান্দাইল থানা ঘিরে ফেলেন।

কিন্তু পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের পরিকল্পনা আগে থেকেই জেনে যায়। পরে পাকিস্তানি সেনারা সদস্য বাড়িয়ে শক্তি সঞ্চয় করে। ফলে মুক্তিযোদ্ধাদের মিশন সেদিন ব্যর্থ হয়। পাকিস্তানি বাহিনীর সঙ্গে সাড়ে ৪ ঘণ্টার সম্মুখ যুদ্ধ হয়। এতে ২৪ জন শহীদ হন। অভিযানে ব্যর্থতার পর স্থানীয় আওয়ামী লীগ সভাপতি শাহনেওয়াজ ভূঁইয়াসহ কয়েকজনকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। তাঁদের গুলি করে হত্যা করেন সেনারা। ফলে ওই অভিযানে ২৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।

১৯৭১ সালের ডিসেম্বরের শুরুতেই পাকিস্তানি বাহিনীর মনোবল কমতে থাকে। ফলে মুক্তিযোদ্ধারা নতুন করে আক্রমণের পরিকল্পনা করেন। ১০ ডিসেম্বর রাতে নান্দাইলে মুজিববাহিনীর সদস্য ন ম ম ফারুকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নান্দাইল থানা তিনদিক ঘিরে ফেলেন। আত্মসমর্পণ না করলে মুক্তিযোদ্ধারা আক্রমণ করার ঘোষণা দেন। এতে পাকিস্তান বাহিনীসহ রাজাকার ও আলবদরের একটি দল ঈশ্বরগঞ্জের আঠারবাড়ির দিকে পালিয়ে যায়। একই সময় সুবেদার তাহেরের নেতৃত্বে পুলিশ বাহিনীর ১০-১২ জন সদস্য আত্মসমর্পণ করে। ১১ ডিসেম্বর ২টার দিকে নান্দাইলে প্রথম বিজয়সূচক স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

ভোর হতেই জয়বাংলা স্লোগানে মুখরিত হয় নান্দাইল। দিবসটি উপলক্ষে নান্দাইলে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাধারণ জনগণ উপজেলা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

নান্দাইলের ইউএনও মোহাম্মদ আবুল মনসুর বলেন, ‘নান্দাইল মুক্ত দিবস উপলক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত