Ajker Patrika

বিপাকে সাই পল্লবী

আপডেট : ১৮ জুন ২০২২, ০৮: ৪৮
বিপাকে সাই পল্লবী

সহজ, সাধারণ, সুন্দর—এই তিনের অপূর্ব সম্মিলন সাই পল্লবী। দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী এ পর্যন্ত অল্পসংখ্যক সিনেমায় কাজ করেছেন। ২০১৫ সালে মালয়ালম সিনেমা ‘প্রেমাম’ দিয়ে প্রথম আলোচনায় আসেন। এরপর ‘কালি’, ‘ফিদা’, ‘মারি ২’, ‘আথিরান’, ‘শ্যাম সিংহ রায়’—সাই পা ফেলেছেন তামিল, তেলুগু, মালয়ালম, সব ইন্ডাস্ট্রিতে। সবখানেই তিনি সফল।

সাই পল্লবীর ব্যক্তিত্ব, পর্দায় তাঁর মেকআপহীন উপস্থিতি, গল্প নির্বাচনের রুচি—সব মিলে ভারতে শুধু নয়; বাংলাদেশেও ছড়িয়ে আছে তাঁর অসংখ্য অনুরাগী। সাত বছরের ক্যারিয়ারে সাই প্রশংসাই কুড়িয়েছেন কেবল। তবে এই প্রথম কোনো বিতর্কে জড়াল তাঁর নাম। কাশ্মীরি পণ্ডিতদের হত্যা ও গো-রক্ষার নামে সতর্কতা নিয়ে মন্তব্য করায় সাই পল্লবীর বিরুদ্ধে খেপেছে ভারতের ধর্মীয় রক্ষণশীলেরা। এমনকি তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে থানায়।

গতকাল মুক্তি পেয়েছে পল্লবী অভিনীত নতুন সিনেমা ‘বিরাট পর্ভম’। নব্বইয়ের দশকে তেলেঙ্গানায় নকশাল আন্দোলনের এক সত্যি ঘটনাকে ঘিরে বোনা হয়েছে সিনেমার গল্প। ‘বিরাট পর্ভম’-এর প্রচারণার অংশ হিসেবে একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন পল্লবী। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, ব্যক্তিগত জীবনে কখনো বামপন্থী রাজনীতির প্রতি তিনি আকৃষ্ট হয়েছেন কি না।

উত্তরে সাই পল্লবী বলেন, ‘আমি এক ধর্মীয় নিরপেক্ষ পরিবারে বড় হয়েছি। আমাকে সব সময় ভালো মানুষ হওয়ার কথা বলা হয়েছে। আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, আমি যেন সেসব মানুষকে রক্ষা করি, যারা অসহায়, যারা বিপদে আছে। উৎপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমায় দেওয়া হয়েছে। আর এ ক্ষেত্রে সে কত বড় বা ছোট মাপের মানুষ, তা যেন না দেখি। বামপন্থী আর ডানপন্থীর বিষয়ে শুনেছি আমি। আমি নিশ্চিত নই কে ভুল, আবার কে ঠিক।’

সাই পল্লবীর আলাপে চলে আসে বিবেক অগ্নিহোত্রীর ‘কাশ্মীর ফাইলস’ সিনেমার কথাও। তিনি বলেন, ‘কাশ্মীর ফাইলস সিনেমায় দেখানো হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের কীভাবে মারা হয়েছে। আপনি যদি এ ঘটনাকে ধর্মীয় সংঘর্ষ হিসেবে নেন, তাহলে কিছুদিন আগেই এক মুসলিম চালককে গরু নিয়ে যাওয়ার অপরাধে মারধর করা হয়। আর তাঁকে দিয়ে জোর করে জয় শ্রীরাম বলানো হয়। এ দুই ঘটনার মধ্যে পার্থক্য কোথায়? আমাদের সবার আগে ভালো মানুষ হয়ে উঠতে হবে। আমরা যদি ভালো হই, তাহলে অন্যকে আঘাত করব না।’

এমন কথার কারণেই বিপাকে পড়েছেন পল্লবী। খেপে উঠেছে ভারতের ধর্মীয় রক্ষণশীলেরা। জানাচ্ছে প্রতিবাদ। এমনকি তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে হায়দরাবাদের সুলতান বাজার থানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত