Ajker Patrika

নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৬: ৫০
নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী শেখ আলি আহমদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। পুনরায় ভোট গণনার দাবিতে করা মামলার বিষয়ে তিনি গতকাল শনিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করেন।

সদস্য প্রার্থী শেখ আলি আহমদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনিসহ মোট পাঁচজন প্রার্থী অংশগ্রহণ করেন। তাঁর কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩ হাজার ৩২১ জন। নির্বাচনে নিয়ম অনুযায়ী সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের এবং সাধারণ পুরুষ সদস্যদের জন্য সমান সংখ্যক ব্যালট পেপার সরবরাহ করা হয়। ফলে মোট পুরুষ প্রার্থী ও নারী প্রার্থীদের ভোট সংখ্যা সমান হওয়ার কথা।

কিন্তু নির্বাচন শেষে ভোট গণনার সময় পুরুষ সদস্যর ভোট ২ হাজার ৩৪৮টি এবং সংরক্ষিত নারী সদস্যদের ভোট ২ হাজার ১৭৫টি দেখানো হয়। বাকি ১৭৩ ভোটের বিষয়ে দায়িত্বরত প্রিসাইডিং অফিসারকে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি না হয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এ বিষয়ে তিনি আপত্তি করলেও ওই কর্মকর্তা তা মানেননি। কারচুপির মাধ্যমে তাঁকে হারাতে এ ব্যালট পেপার গোপণ করা হয়েছে। তাই তিনি পুনরায় ভোট গণনার জন্য নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত