Ajker Patrika

পাইকগাছায় শ্মশান দখলের অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৬: ২৮
পাইকগাছায় শ্মশান দখলের অভিযোগ

পাইকগাছায় ১৫০ বছরের পুরনো শ্মশান ঘাট জোর করে দখল করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার কুমখালী গ্রামের। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান অফিস ও থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগের বাদী দেবব্রত কুমার বাছাড় (৫৭) জানিয়েছেন, উপজেলার কুমখালী গ্রামের রমেশ বৈদ্য ও তার ছেলেরা আমাদের পূর্ব পুরুষের ১৫০ বছরের শ্মশান ঘাট দখল করে নিয়েছে। তিনি আরও বলেন, প্রতিপক্ষ রমেশ ও তার ছেলে সুকেশ ও বিপুল বৈদ্যর ভয়ে এলাকার লোকজন কথা বলতে ভয় পায়।

গত ২০ নভেম্বর বিকেল তিনটার দিকে তাদের জমি শ্মশান ঘাট ছেড়ে দেওয়ার কথা বললে তারা উত্তেজিত হয়ে জীবন নাশ এবং দেশ ছাড়ার হুমকি দেয়। রমেশ বৈদ্য জানান, আমি জমি কিনে এখানে বসবাস করি।

তবে এখানে শ্মশান হলে আমাদের বসবাস করা খুব কঠিন হয়ে পড়ে। মরা মানুষের পোড়ানো ধোঁয়ায় বাড়ি থাকা যায় না। তবে এটি পুরোনো শ্মশান। এ কথা স্বীকার করে তিনি বলেন, নদীর চরভরাটিয়া জায়গায় শ্মশান গড়ে উঠেছে। আমি শ্মশানের জায়গা নেইনি।

দেবব্রত কুমার বাছাড় বলেন, এ নিয়ে ইউনিয়নের ইউপি সদস্য ও গড়ইখালী চেয়ারম্যানের কাছে অভিযোগ করলেও প্রতীকার প্রতিকার পাইনি। উপায় না পেয়ে গত ২৯ নভেম্বর জীবন নাশের হুমকিসহ জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি অভিযোগ করেছি।

গড়ইখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল সালাম কেরু বলেন, শ্মশানের বিষয়ে অভিযোগ পেয়েছি। খুব তাড়াতাড়ি বসে বিষয়টি সমাধান করব। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের শেষ ঠিকানা হল শ্মশান। এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। যদি দখলের সত্যতা পাই তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত