Ajker Patrika

শিং মাছের কাঁটা বিঁধে এক যুবকের মৃত্যু

পীরগাছা প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭: ২২
শিং মাছের কাঁটা বিঁধে এক যুবকের মৃত্যু

পীরগাছায় শিং মাছের কাঁটার আঘাতে অসুস্থ হয়ে তিন দিন চিকিৎসাধীন থাকার পর এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গত রোববার রাতে রংপুরের একটি ক্লিনিকে মারা যান।

ওই যুবকের নাম শাহ মাহমুদুল হাসান মুরাদ (৩০)। তিনি উপজেলার ছাওলা ইউনিয়নের আদম গ্রামের (ফকির বাড়ি) বাসিন্দা। তিনি পল্লি প্রাণী চিকিৎসক এবং পাওটানাহাট দোকান মালিক ব্যবসায়ী সমিতির ১ নম্বর ব্লকের সদস্য ছিলেন।

মুরাদের ছোট ভাই মারুফ জানান, তাঁর ভাই গত শুক্রবার পাওটানাহাট বাজার থেকে শিং মাছ কিনে আনেন। বাড়িতে মাছগুলো পাত্রে রাখার সময় তিনি হাতে কাঁটার আঘাত পান। পরে ব্যথা বাড়তে থাকলে তাঁকে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে রোববার রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

গতকাল সোমবার দুপুরে স্থানীয় কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে মুরাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মুরাদের বাবা শাহ মো. শাহজাহান মিয়া বলেন, মুরাদ আগে থেকেই রক্তশূন্যতা রোগে ভুগছিলেন। মাঝেমধ্যে তাঁকে রক্ত দেওয়া লাগত। গত শুক্রবার শিং মাছের আঘাতের ব্যথার কারণে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত