Ajker Patrika

উদীচীর অনুষ্ঠানে বক্তারা

যশোর প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৫: ৪১
উদীচীর অনুষ্ঠানে বক্তারা

যশোর উদীচীর নেতারা বলেছেন, সাম্প্রদায়িক বিষবাষ্প আজ বাংলাদেশকে গ্রাস করছে। এই অপশক্তিই স্বাধীনতার অর্জনকে ম্লান করে দিতে চায়। তারা দেশকে মৌলবাদী রাষ্ট্র বানাতে চাচ্ছে। কিন্তু সংস্কৃতিকর্মীরা লড়াই চালিয়ে যাবে।

গতকাল শুক্রবার বিকেলে যশোর টাউন হলের বটতলা প্রাঙ্গণে উদীচীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে ১৯৯৯ সালের ৬ মার্চ টাউন হল মাঠে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সে দিন ১০ জন নিহত হন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যশোর উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টা অ্যাডভোকেট আবুল হোসেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, শেখ মাসুদ পারভেজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত