Ajker Patrika

গানের ভিডিওতে প্রথমবার একসঙ্গে দুই ভাই

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ০২
গানের ভিডিওতে প্রথমবার একসঙ্গে দুই ভাই

পার্থ মজুমদার ও বাপ্পা মজুমদার দুই ভাই। উপমহাদেশের প্রখ্যাত সংগীতসাধক পণ্ডিত বারীন মজুমদারের দুই ছেলে। দুজনই গানের মানুষ। একজন স্বনামখ্যাত শিল্পী, অন্যজন নানা শিল্পীর গানে সংগীতায়োজন করছেন, আবার কখনো দুজনই একই কাজ করছেন।

তবে বাপ্পার গুরু তাঁর দাদা। এর আগে পার্থ মজুমদারের সুর ও সংগীতে গান গেয়েছেন তাঁর ছোট ভাই বাপ্পা মজুমদার। তবে তাঁদেরকে কখনো একসঙ্গে কোনো গানের ভিডিওতে দেখা যায়নি। এবার প্রথমবার একসঙ্গে একটি গানের ভিডিওতে হাজির হলেন দুই ভাই।

আতিউর রহমানের কথায়, পার্থর সুরে ‘হয়ে যাও তুমি’ গেয়েছেন বাপ্পা মজুমদার। এই গানেই দেখা যাবে দুই ভাইকে। গানের ভিডিওটি তৈরি করেছেন ইয়ামিন ইলান। খুব শিগগির ঢুলি মিউজিক থেকে গানটি প্রকাশ করা হবে, জানালেন পার্থ মজুমদার।

তিনি বলেন, ‘দুই ভাই আগেও গান করেছি। তবে এ গানটি অন্য রকম। আমি ক্যামেরার সামনে সব সময় অপ্রস্তুত থাকি। ক্যামেরা থেকে দূরে থাকতেই পছন্দ করি। তবে বাপ্পার অনুরোধে সামনে এলাম। গানটি স্যাড রোমান্টিক। আশা করছি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

বাপ্পা বলেন, ‘আমার জীবনের তিনজন অসাধারণ মানুষের একজন হলেন দাদা। আমার গিটারগুরু কিন্তু তিনি। দাদা নিভৃতচারী। আমি দাদার সবচেয়ে কাছের একজন। দাদার ছেলে সুদীপ। ও দাদার ছোট ছেলে আর বলতে পারি আমি বড় ছেলে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত