নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘটা করে শুরু হলেও সাড়া কম থাকায় কড়াইল বস্তিতে করোনার টিকা কর্মসূচির সমাপ্তি টানা হয়েছে নির্ধারিত সময়সীমার আগেই। আগামী মঙ্গলবার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অন্য বস্তিগুলোয় শুরু হবে পরবর্তী কর্মসূচি।
সংশ্লিষ্টরা জানান, রাজধানীর বস্তিবাসীকে টিকার আওতায় আনতে বিশেষ ভ্যাকসিনেশন কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে গণটিকা কর্মসূচির আদলে গত মঙ্গলবার থেকে (১৬ নভেম্বর) কড়াইল বস্তিতে শুরু হয় সপ্তাহব্যাপী টিকাদান কার্যক্রম। দৈনিক ১৫ হাজার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় গতকাল শুক্রবার পর্যন্ত চার দিনে টিকা পেয়েছেন সাকল্যে ১৬ হাজার ২২১ জন। অর্থাৎ লক্ষ্যমাত্রার মাত্র এক-চতুর্থাংশ পূরণ হয়েছে।
এমন পরিস্থিতিতে কর্মসূচি দীর্ঘায়িত না করে গতকালই কড়াইল বস্তির টিকাদান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শেষ দিনে টিকা নিয়েছেন ৩ হাজার ৪৪৭ জন। এর আগের তিন দিনের তুলনায় গতকাল ছুটির দিনে টিকা নিতে আসা মানুষের সংখ্যা ছিল সবচেয়ে কম। জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদে জটিলতা থাকায় গতকালও টিকা নিতে পারেননি অনেকে।
গতকাল টিকা কার্যক্রম পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বস্তিতে দিনমজুর থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ থাকেন। নিবন্ধনের পাশাপাশি আগের দুই দফা গণটিকায় অনেকে টিকা নেওয়ায় বাকিদের টিকা নিশ্চিত করতে চাচ্ছিলাম আমরা। অন্য দিন ব্যস্ততা থাকায় ছুটির দিন তাঁদের টিকা দিতে চেয়েছিলাম। অন্তত এক লাখ মানুষকে টিকা দেওয়ার চিন্তা থাকলেও তা হয়নি।’
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘কড়াইল বস্তিতে প্রায় ১ লাখ মানুষের বসবাস। তাঁদের মধ্যে অন্তত ৮০ শতাংশের টিকা নিশ্চিত করার পরিকল্পনা ছিল। সে পরিমাণ টিকাও হাতে আছে। কিন্তু সেটি হয়নি। তাৎক্ষণিক নিবন্ধন হলেও জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনে কিছুটা জটিলতা রয়েছে। কাউন্সিলরের মাধ্যমে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি।’
এদিকে আগামী সপ্তাহে উত্তর সিটির অন্যান্য বস্তিতে টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কোন কোন বস্তিতে দেওয়া হবে প্রাথমিকভাবে, সেই তালিকা প্রস্তুতও করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি। বস্তির বাসিন্দারের এখন পর্যন্ত ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও চীনের সিনোফার্ম টিকা দেওয়া হচ্ছে।
সরকারি হিসাবমতে, দেশে এখন পর্যন্ত বিভিন্ন দেশের উপহার, কেনা এবং টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে সাড়ে ১১ কোটি ডোজ টিকা এসেছে। এগুলো অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার ও মডার্নার। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত দেওয়া হয়েছে ৮ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৪১৫ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ৬৩৯ জন। তবে দ্বিতীয় ডোজ পেয়েছেন দুই-তৃতীয়াংশ। সংখ্যা যা ৩ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৭৭৬ জন। বর্তমানে দৈনিক ৮ লাখের বেশি টিকা দেওয়া হচ্ছে। বস্তির বাসিন্দারের পাশাপাশি টিকা পাচ্ছে স্কুলের শিক্ষার্থীরাও।
ঘটা করে শুরু হলেও সাড়া কম থাকায় কড়াইল বস্তিতে করোনার টিকা কর্মসূচির সমাপ্তি টানা হয়েছে নির্ধারিত সময়সীমার আগেই। আগামী মঙ্গলবার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অন্য বস্তিগুলোয় শুরু হবে পরবর্তী কর্মসূচি।
সংশ্লিষ্টরা জানান, রাজধানীর বস্তিবাসীকে টিকার আওতায় আনতে বিশেষ ভ্যাকসিনেশন কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে গণটিকা কর্মসূচির আদলে গত মঙ্গলবার থেকে (১৬ নভেম্বর) কড়াইল বস্তিতে শুরু হয় সপ্তাহব্যাপী টিকাদান কার্যক্রম। দৈনিক ১৫ হাজার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় গতকাল শুক্রবার পর্যন্ত চার দিনে টিকা পেয়েছেন সাকল্যে ১৬ হাজার ২২১ জন। অর্থাৎ লক্ষ্যমাত্রার মাত্র এক-চতুর্থাংশ পূরণ হয়েছে।
এমন পরিস্থিতিতে কর্মসূচি দীর্ঘায়িত না করে গতকালই কড়াইল বস্তির টিকাদান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শেষ দিনে টিকা নিয়েছেন ৩ হাজার ৪৪৭ জন। এর আগের তিন দিনের তুলনায় গতকাল ছুটির দিনে টিকা নিতে আসা মানুষের সংখ্যা ছিল সবচেয়ে কম। জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদে জটিলতা থাকায় গতকালও টিকা নিতে পারেননি অনেকে।
গতকাল টিকা কার্যক্রম পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বস্তিতে দিনমজুর থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ থাকেন। নিবন্ধনের পাশাপাশি আগের দুই দফা গণটিকায় অনেকে টিকা নেওয়ায় বাকিদের টিকা নিশ্চিত করতে চাচ্ছিলাম আমরা। অন্য দিন ব্যস্ততা থাকায় ছুটির দিন তাঁদের টিকা দিতে চেয়েছিলাম। অন্তত এক লাখ মানুষকে টিকা দেওয়ার চিন্তা থাকলেও তা হয়নি।’
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘কড়াইল বস্তিতে প্রায় ১ লাখ মানুষের বসবাস। তাঁদের মধ্যে অন্তত ৮০ শতাংশের টিকা নিশ্চিত করার পরিকল্পনা ছিল। সে পরিমাণ টিকাও হাতে আছে। কিন্তু সেটি হয়নি। তাৎক্ষণিক নিবন্ধন হলেও জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনে কিছুটা জটিলতা রয়েছে। কাউন্সিলরের মাধ্যমে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি।’
এদিকে আগামী সপ্তাহে উত্তর সিটির অন্যান্য বস্তিতে টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কোন কোন বস্তিতে দেওয়া হবে প্রাথমিকভাবে, সেই তালিকা প্রস্তুতও করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি। বস্তির বাসিন্দারের এখন পর্যন্ত ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও চীনের সিনোফার্ম টিকা দেওয়া হচ্ছে।
সরকারি হিসাবমতে, দেশে এখন পর্যন্ত বিভিন্ন দেশের উপহার, কেনা এবং টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে সাড়ে ১১ কোটি ডোজ টিকা এসেছে। এগুলো অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার ও মডার্নার। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত দেওয়া হয়েছে ৮ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৪১৫ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ৬৩৯ জন। তবে দ্বিতীয় ডোজ পেয়েছেন দুই-তৃতীয়াংশ। সংখ্যা যা ৩ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৭৭৬ জন। বর্তমানে দৈনিক ৮ লাখের বেশি টিকা দেওয়া হচ্ছে। বস্তির বাসিন্দারের পাশাপাশি টিকা পাচ্ছে স্কুলের শিক্ষার্থীরাও।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪