Ajker Patrika

ডায়াবেটিস দিবস পালিত

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২২: ২৩
ডায়াবেটিস দিবস পালিত

দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারীতে নানা কর্মসূচি আয়োজনের মাধ্যমে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। বিস্তারিত জেলা–উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে:

দিনাজপুর: ডায়াবেটিস সব রোগের মা, কারও শরীরে যখন ডায়াবেটিস আক্রান্ত হয় তখন আরও বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করে। তাই দেরি নয়, দ্রুত চিকিৎসা নিতে হবে এবং সচেতন থাকতে হবে। কারণ ডায়াবেটিস মুক্ত থাকতে সচেতনতা জরুরি।

গতকাল রোববার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-১ আসনের সাংসদ শ্রী মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড ফুট কেয়ার সেন্টারের চেয়ারম্যান ডা. ডি সি রায়।

গাইবান্ধা: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গাইবান্ধা ডায়াবেটিক সমিতির উদ্যোগে গতকাল রোববার সকালে নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেকেন্দার আজম আনাম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, অ্যাড. রোকনুজ্জামান পলাশ, আলহাজ জিল্লুর রহমান, প্রতাপ ঘোষ, নুরুজ্জামান সরকার প্রমুখ।

বিরামপুর (দিনাজপুর): বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিক পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে সমিতির সভাপতি ও পৌর মেয়র মো. আক্কাস আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, প্রাক্তন সিভিল সার্জন ডা. ইমার উদ্দিন কায়েস, ডা. মো. মাইদুল ইসলাম, শিক্ষাবিদ ড. জসিবর আহম্মেদ, থানার ওসি তদন্ত মতিয়ার রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত