Ajker Patrika

নবাবগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৫: ১৬
নবাবগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন

‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ এই স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ঢাকার নবাবগঞ্জ উপজেলা শাখার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ সভাকক্ষে এ অনুষ্ঠান করা হয়। উপজেলা শাখার সভাপতি শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত সভায় সভাপতিত্ব করেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন উদীচীর ঢাকা মহানগর সংসদের সভাপতি নিবাস দে, সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, সাংগঠনিক সম্পাদক শরিফুল আহসান রিফাত, সদস্য পারভেজ মাহমুদ, কেন্দ্রীয় সদস্য তোফাজ্জল হোসেন, কবি ও নাট্যকার এম এ করিম, স্বপন রানী বক্সী, নারী ও শিশু অধিকার কর্মী মাধুরী বণিক, সাংস্কৃতিক কর্মী প্রদীপ কুমার সাহা, এজাজ আহমেদ পান্না, আলহাজ্ব উল্লাহ রাজা, বজলুর রশিদ, কণ্ঠশিল্পী ওহামা চিশতী, কবি গোলাম হোসেন, নাট্যকর্মী বিপ্লব ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন উদীচীর শিল্পী ও সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের শিক্ষার্থীরা।

সবশেষে, উদীচীর সম্মেলনের তৃতীয় পর্বে মানবেন্দ্র দত্তকে সভাপতি ও জাকির আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট নবাবগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত