Ajker Patrika

পুলিশের ওপর শিয়ালের আক্রমণ

প্রতিনিধি, সাভার
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৫৪
পুলিশের ওপর শিয়ালের আক্রমণ

সাভারে শিয়ালের আক্রমণে আল ইমরান (২৭) নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার রেডিও কলোনি এলাকা সংলগ্ন পুলিশ ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ সদস্য আল ইমরান ওই ক্যাম্পে কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পায়ে আক্রমণের চিহ্ন রয়েছে। আহত পুলিশ সদস্যকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ কনস্টেবল আল ইমরান বলেন, তিনি বুধবার সন্ধ্যায় ক্যাম্পের পাশেই মোবাইলে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে একদল শিয়াল কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁকে আক্রমণ করে। শিয়ালের আক্রমণে তার পায়ে ক্ষতের সৃষ্টি হয়। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁর সহকর্মীরা। সেখান থেকে চিকিৎসা নিয়ে তিনি ক্যাম্পে ফিরেছেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা কামরুন্নাহার বলেন, ওই পুলিশ সদস্যকে বুধবার রাত ৯টা ৪০ মিনিটে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ক্যাম্পে ফিরে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত