Ajker Patrika

অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১১: ০৪
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জের ভাজনা কদমতলা নূরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম রুহুল আমিনের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে ম্যানেজিং কমিটি গঠন, নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

মো. টিপু সুলতান নামে এক ব্যক্তি ডাকযোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সম্প্রতি লিখিতভাবে এ অভিযোগ পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, মাদ্রাসার অধ্যক্ষ কোণ নিয়মনীতির তোয়াক্কা না করে একই উপজেলার আন্দুয়া আমিনীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. গোলাম মোস্তফাকে সভাপতি করে ম্যানেজিং কমিটি গঠন করেছেন। এরপর থেকে নিয়োগ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া নামমাত্র কাজ করিয়ে মাদ্রাসার উন্নয়নে বরাদ্দকৃত আড়ই লাখ টাকা একটি বড় অংশ তিনি আত্মসাৎ করেছেন।

এ সব অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার অধ্যক্ষ এ কেএম রুহুল আমিন বলেন, ‘একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছে। এসব অভিযোগ সঠিক না।’

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মুজিবুর রহমান বলেন, ‘ওই অধ্যক্ষের বিরুদ্ধে এখন পর্যন্ত কোণ অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত