Ajker Patrika

ছিনতাইকারীদের পিটুনিতে বাবা নিহত, ২ ছেলে আহত

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৭: ৫৭
ছিনতাইকারীদের পিটুনিতে বাবা নিহত, ২ ছেলে আহত

মুন্সিগঞ্জে গভীর রাতে সড়কে রশি দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে দুই ছেলেসহ আলী হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে টাকাসহ মোবাইল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীদের মারধরের শিকার হয়ে সড়কের পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই মারা যান আলী হোসেন। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী-বালিগাঁও সড়কের তোলকাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন তোলকাই গ্রামের মৃত আলেক শেখের ছেলে। তিনি স্থানীয় বাজারের ফার্নিচার ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বালিগাঁও বাজার থেকে দোকান বন্ধ করে আলী হোসেন দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে তোলকাই নামের একটি ব্রিজের কাছে পৌঁছালে পাঁচ-ছয়জনের একটি সংঘবদ্ধ দল অন্ধকার সড়কে রশি ধরে তাঁদের গতিরোধ করে। এতে রশিতে মোটরসাইকেল আটকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তাঁরা তিনজন। এ সময় ছিনতাইকারীরা এলোপাতাড়ি মারধর করে তাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ অর্থসহ সবকিছু ছিনিয়ে নেয়। পরে মারধরের শিকার হয়ে সড়কের পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই মারা যান আলী হোসেন।

আলী হোসেনের দুই ছেলে শুভ (২৫) ও শান্তকে (১৬) আহত অবস্থায় উদ্ধার করে বুধবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে শুভর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠান।

নিহত আলী হোসেনের শ্যালক এস এম মানিক বলেন, ‘মঙ্গলবার রাতে আমার ভগ্নিপতি ও দুই ভাগনে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা রাস্তায় মোটা রশি বেঁধে পথরোধ করে মোটরসাইকেল থামিয়ে মারধর করে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমার ভগ্নিপতিকে রাস্তার পাশের ডোবায় পানিতে ফেলে দেয়। এতে ভগ্নিপতি আলী হোসেন সেখানেই মারা যান।’

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত তাদের আটক করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত