Ajker Patrika

৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৫: ১৪
৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম-সিলেটের সঙ্গে প্রায় সাড়ে ৫ ঘণ্টা সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কসবা রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মালবাহী ট্রেনটির চলন্ত অবস্থায় ইঞ্জিন বিকল হয়ে পড়লে এ ঘটনা ঘটে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন (আপ-প্লেস) কসবা রেলস্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিন বিকল হয়ে থেমে যায়। ঘটনার পর ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় আখাউড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস, চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস মন্দবাগ স্টেশনে আটকা পড়ে। এতে প্রায় সাড়ে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকল ট্রেনটিকে নিয়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেনের মাধ্যমে আটকে পড়া ট্রেনটিকে সরিয়ে নিলে ঢাকা-চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আটকে পড়া ট্রেনগুলো স্ব স্ব গন্তব্যে যাত্রা করে।

কসবা রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বলেন, ট্রেনটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পর রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত