Ajker Patrika

আ.লীগ কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২: ৫৪
আ.লীগ কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গঙ্গাচড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। উপজেলার কোলকোন্দ ইউনিয়নে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা থেকে এই আহ্বান এসেছে।

বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র ভোটারদের কাছে তুলে ধরে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে এই সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা যাঁরা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনে আছি, আমাদের কারও মধ্যে যদি কোনো ব্যক্তিগত দ্বিধাদ্বন্দ্ব থাকে, সে সব ভুলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কার পক্ষে কাজ করতে হবে। আর আপনার যাঁরা দলের লোক হয়ে নৌকা মার্কা ছাড়া অন্য কোনো দলের পক্ষে কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কোলকোন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়ারেছ চৌধুরী দুলাল। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক লায়েবুল ইসলাম লেবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহরাব আলী রাজু প্রমুখ।

আওয়ামী লীগ নেতা অবিনাশ চন্দ্রের উপস্থাপনায় সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত