Ajker Patrika

এক মঞ্চে শাকিব ও সাকিব

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০৯: ০৫
এক মঞ্চে শাকিব ও সাকিব

ঢালিউডের অন্যতম জনপ্রিয় তারকা শাকিব খান। অন্যদিকে, সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের বড় নাম। শাকিব রুপালি পর্দায় দর্শকদের মন জয় করেন। আর বাইশ গজে সাকিবের স্পিনে দিশেহারা হয়েছেন দুনিয়ার বিখ্যাত ক্রিকেটাররা, ব্যাট হাতেও শতকের ফুলঝুরি ফুটিয়েছেন।

এবার চেনা অঙ্গনের বাইরে একই মঞ্চে দর্শক মাতাবেন শাকিব খান ও সাকিব আল হাসান। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় দুই তারকাকে নিয়ে আয়োজন করা হচ্ছে একটি অনুষ্ঠান। যার শিরোনাম ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’।

জানা যায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাত ৮টায় শুরু হবে এই আয়োজন। টিকিটের দাম রাখা হয়েছে ২০০ ডলার। বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে শোটাইম মিউজিক। আয়োজক আলমগীর খান আলম অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শাকিব খান ও সাকিব আল হাসান দুজনই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাঁদের অনেক ভক্ত-শুভাকাঙক্ষী রয়েছেন। তাঁদের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন। আশা করি সময়টা সবাই দারুণ উপভোগ করবেন।’

সাকিব আল হাসান	এর আগেও সিনেমা এবং ক্রিকেট অঙ্গনের এই দুই তারকাকে একাধিক টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতে দেখা গেছে। সেসব অনুষ্ঠানে তাঁরা জানিয়েছেন নিজেদের জীবনের জানা-অজানা নানা ঘটনা। তবে এবারই প্রথম দর্শকদের সামনে একসঙ্গে মঞ্চে উঠবেন শাকিব ও সাকিব।

শাকিব খান বলেন, ‘ক্রিকেটের এক অতিমানব! প্রয়োজনে জ্বলে ওঠেন, প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন। তাই আমাদের কাছে গর্বের আরেক নাম সাকিব আল হাসান। ক্রিকেটে তাঁর অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত হই। গোটা বিশ্বে তিনি বাংলাদেশের একজন শুভেচ্ছাদূত। সাকিব যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী মানুষ। তাঁর সঙ্গে পুরো সময়টা ভালো কাটবে আশা করি।’

এদিকে এ মাসেও দেশে ফেরা হচ্ছে না শাকিব খানের। গত নভেম্বরে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন। সম্প্রতি হাতে পেয়েছেন গ্রিন কার্ড। মাসখানেক আগে জানিয়েছিলেন, জুলাইয়ে দেশে ফিরবেন। তবে সে কথা রাখতে পারছেন না শাকিব খান। জানিয়েছেন, শিগগিরই ফিরবেন তিনি। দেশে এসে নিজের প্রযোজিত নতুন সিনেমা ‘মায়া’র 
প্রি-প্রডাকশন শুরু করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত