ঢালিউডের অন্যতম জনপ্রিয় তারকা শাকিব খান। অন্যদিকে, সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের বড় নাম। শাকিব রুপালি পর্দায় দর্শকদের মন জয় করেন। আর বাইশ গজে সাকিবের স্পিনে দিশেহারা হয়েছেন দুনিয়ার বিখ্যাত ক্রিকেটাররা, ব্যাট হাতেও শতকের ফুলঝুরি ফুটিয়েছেন।
এবার চেনা অঙ্গনের বাইরে একই মঞ্চে দর্শক মাতাবেন শাকিব খান ও সাকিব আল হাসান। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় দুই তারকাকে নিয়ে আয়োজন করা হচ্ছে একটি অনুষ্ঠান। যার শিরোনাম ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’।
জানা যায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাত ৮টায় শুরু হবে এই আয়োজন। টিকিটের দাম রাখা হয়েছে ২০০ ডলার। বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে শোটাইম মিউজিক। আয়োজক আলমগীর খান আলম অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শাকিব খান ও সাকিব আল হাসান দুজনই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাঁদের অনেক ভক্ত-শুভাকাঙক্ষী রয়েছেন। তাঁদের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন। আশা করি সময়টা সবাই দারুণ উপভোগ করবেন।’
এর আগেও সিনেমা এবং ক্রিকেট অঙ্গনের এই দুই তারকাকে একাধিক টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতে দেখা গেছে। সেসব অনুষ্ঠানে তাঁরা জানিয়েছেন নিজেদের জীবনের জানা-অজানা নানা ঘটনা। তবে এবারই প্রথম দর্শকদের সামনে একসঙ্গে মঞ্চে উঠবেন শাকিব ও সাকিব।
শাকিব খান বলেন, ‘ক্রিকেটের এক অতিমানব! প্রয়োজনে জ্বলে ওঠেন, প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন। তাই আমাদের কাছে গর্বের আরেক নাম সাকিব আল হাসান। ক্রিকেটে তাঁর অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত হই। গোটা বিশ্বে তিনি বাংলাদেশের একজন শুভেচ্ছাদূত। সাকিব যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী মানুষ। তাঁর সঙ্গে পুরো সময়টা ভালো কাটবে আশা করি।’
এদিকে এ মাসেও দেশে ফেরা হচ্ছে না শাকিব খানের। গত নভেম্বরে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন। সম্প্রতি হাতে পেয়েছেন গ্রিন কার্ড। মাসখানেক আগে জানিয়েছিলেন, জুলাইয়ে দেশে ফিরবেন। তবে সে কথা রাখতে পারছেন না শাকিব খান। জানিয়েছেন, শিগগিরই ফিরবেন তিনি। দেশে এসে নিজের প্রযোজিত নতুন সিনেমা ‘মায়া’র
প্রি-প্রডাকশন শুরু করবেন।
ঢালিউডের অন্যতম জনপ্রিয় তারকা শাকিব খান। অন্যদিকে, সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের বড় নাম। শাকিব রুপালি পর্দায় দর্শকদের মন জয় করেন। আর বাইশ গজে সাকিবের স্পিনে দিশেহারা হয়েছেন দুনিয়ার বিখ্যাত ক্রিকেটাররা, ব্যাট হাতেও শতকের ফুলঝুরি ফুটিয়েছেন।
এবার চেনা অঙ্গনের বাইরে একই মঞ্চে দর্শক মাতাবেন শাকিব খান ও সাকিব আল হাসান। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় দুই তারকাকে নিয়ে আয়োজন করা হচ্ছে একটি অনুষ্ঠান। যার শিরোনাম ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’।
জানা যায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাত ৮টায় শুরু হবে এই আয়োজন। টিকিটের দাম রাখা হয়েছে ২০০ ডলার। বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে শোটাইম মিউজিক। আয়োজক আলমগীর খান আলম অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শাকিব খান ও সাকিব আল হাসান দুজনই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাঁদের অনেক ভক্ত-শুভাকাঙক্ষী রয়েছেন। তাঁদের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন। আশা করি সময়টা সবাই দারুণ উপভোগ করবেন।’
এর আগেও সিনেমা এবং ক্রিকেট অঙ্গনের এই দুই তারকাকে একাধিক টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতে দেখা গেছে। সেসব অনুষ্ঠানে তাঁরা জানিয়েছেন নিজেদের জীবনের জানা-অজানা নানা ঘটনা। তবে এবারই প্রথম দর্শকদের সামনে একসঙ্গে মঞ্চে উঠবেন শাকিব ও সাকিব।
শাকিব খান বলেন, ‘ক্রিকেটের এক অতিমানব! প্রয়োজনে জ্বলে ওঠেন, প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন। তাই আমাদের কাছে গর্বের আরেক নাম সাকিব আল হাসান। ক্রিকেটে তাঁর অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত হই। গোটা বিশ্বে তিনি বাংলাদেশের একজন শুভেচ্ছাদূত। সাকিব যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী মানুষ। তাঁর সঙ্গে পুরো সময়টা ভালো কাটবে আশা করি।’
এদিকে এ মাসেও দেশে ফেরা হচ্ছে না শাকিব খানের। গত নভেম্বরে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন। সম্প্রতি হাতে পেয়েছেন গ্রিন কার্ড। মাসখানেক আগে জানিয়েছিলেন, জুলাইয়ে দেশে ফিরবেন। তবে সে কথা রাখতে পারছেন না শাকিব খান। জানিয়েছেন, শিগগিরই ফিরবেন তিনি। দেশে এসে নিজের প্রযোজিত নতুন সিনেমা ‘মায়া’র
প্রি-প্রডাকশন শুরু করবেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪