Ajker Patrika

বুড়িচংয়ে আসামিদের গ্রেপ্তার চেয়ে বিক্ষোভ

বুড়িচং প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬: ৪৮
বুড়িচংয়ে আসামিদের গ্রেপ্তার চেয়ে বিক্ষোভ

কুমিল্লার বুড়িচং উপজেলায় চলন্ত বাস থেকে নামিয়ে চেকার মো. বোরহান উদ্দিন নামের এক চেকারকে পিটিয়ে হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকেরা। গতকাল বুধবার সকালে দেবিদ্বার উপজেলার ফুলতলীতে নিহতের বাড়ির সামনের সড়কে পরিবহন শ্রমিকেরা এ বিক্ষোভ মিছিল করেন।

এ ছাড়া এ ঘটনায় অপরাধীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে আগামী শনিবার মানববন্ধন ও সমাবেশ করবেন বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পরিবহন বাস মালিক শ্রমিকেরা। এদিকে এ হত্যাকাণ্ডে সরাসরি ঢাকার পরিবহন মালিক জড়িত বলে দাবি করেছেন নিহত ব্যক্তির স্ত্রী পারভীন আক্তার।

জানা যায়, গত ১০ নভেম্বর রাতে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শরীফপুর এলাকায় কুমিল্লা সিলেট মহাসড়কে তিশা বাস থেকে নামিয়ে বিরোধী পক্ষের কয়েকজন পরিবহন শ্রমিক চেকার মো. বোরহান উদ্দিন ভূঁইয়াকে পিটিয়ে রাস্তার পাশে রেখে চলে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান বোরহান উদ্দিন।

এর দুদিন পর ১২ নভেম্বর বোরহার উদ্দিন অসুস্থ হয়ে পড়লে স্ত্রী তাঁকে কুমিল্লা মুন হাসপাতালে নিয়ে যান। ওই দিন সকালেই তাঁর মৃত্যু হয়। পরে রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে বুড়িচং থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তও চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত