Ajker Patrika

২১ মামলার আসামি পিচ্চি রাজা গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
২১ মামলার আসামি পিচ্চি রাজা গ্রেপ্তার

যশোরের শীর্ষ সন্ত্রাসী ৩২ মামলার আসামি নিহত রমজান হত্যা মামলার প্রধান আসামি রাজা ওরফে পিচ্চি রাজাকে (২৫) আটক করেছে র‍্যাব-৬ যশোর। সেই সঙ্গে হত্যা মামলার আরও চার আসামিকে আটক করা হয়েছে। আটক পিচ্চি রাজা শহরের রেলগেট কলাবাগানপাড়ার মুজিবর ওরফে জাহাঙ্গীরের ছেলে। তিনি নিজেও ২১ মামলার আসামি। 

গ্রেপ্তারের সময় তাঁর কাছে থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, চারটি গুলি, তিনটি চায়নিজ কুড়াল, একটি করে টিপ চাকু, সাধারণ চাকু ও দা উদ্ধার করা হয়। প্রতিশোধ নিতে গ্রেপ্তার ব্যক্তিরা রমজানকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

গ্রেপ্তার অন্য চারজন হলেন নয় মামলার আসামি বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের কানা বাবুর ছেলে সুমন ওরফে ট্যাটু সুমন (২৮), চারটি করে মামলার আসামি চোরমারা দীঘিরপাড় এলাকার শাহ আলম মৃধার ছেলে শাওন ওরফে পটকে শাওন (২২), খড়কী এলাকার কুদ্দুসের ছেলে ইবাদুল (২৫) ও রেলগেট কলাবাগানপাড়ার কানা বাসারের ছেলে তুহিন (২৮)। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের রায়পাড়া ইসমাইল কলোনি এলাকা থেকে শাওন ওরফে পটকে শাওন এবং ইবাদুলকে আটক করা হয়। পরে রাত পৌনে ৩টার দিকে শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি ও চিহ্নিত সন্ত্রাসী সুমন ওরফে ট্যাটু সুমনকে আটক করা হয়।

তাঁদের দেওয়া তথ্যে গত সোমবার ভোর সোয়া ৫টার দিকে বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা নামক স্থান থেকে আসামি তুহিনকে আটক করা হয়।এই চারজনের কাছে থেকে তথ্য পেয়ে সোমবার বেলা ৩টার দিকে সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজাকে শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম দাদখালী এলাকা থেকে আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত