Ajker Patrika

মিরপুরের সিংহভাগ বিহারি টিকাবঞ্চিত

মিরপুর প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১: ২০
মিরপুরের সিংহভাগ বিহারি টিকাবঞ্চিত

মিরপুরের পল্লবী, কালশী, ১০ নম্বরের বিহারি ক্যাম্পের সিংহভাগ মানুষ এখনো করোনা টিকার আওতায় আসেননি। নিবন্ধনের ঝামেলা ও সচেতনতার অভাবে তাদের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ কম। এ অবস্থায় ক্যাম্পগুলোয় টিকা প্রদানের ব্যবস্থা করলে অধিকাংশ বিহারিকে টিকার আওতায় আনা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, মিরপুর ২, ৩ ও ৫ নম্বর ওয়ার্ডে প্রায় ৯০ হাজার বিহারি বসবাস করে। তাদের মধ্যে ১ শতাংশ মানুষও টিকা নিয়েছেন কি না—সন্দেহ আছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা জানান, ওই সব এলাকায় ভোটার আইডি কার্ড আছে—এমন মানুষের সংখ্যা প্রচুর। কিন্তু শিক্ষার অভাবে অধিকাংশ মানুষ রেজিস্ট্রেশন করতে পারছেন না। তাই টিকাও দেওয়াও হচ্ছে না।

২ নম্বর ওয়ার্ডের এলাহি মান্না নামের এক বিহারি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ভোটার আইডি কার্ড থাকলেও কোনো কাজের নয়। কারণ, আমাদের আইডি কার্ডে স্থায়ী কোনো ঠিকানা নাই। এই ওয়ার্ডে ৩০ হাজার বিহারি আছেন। আমাদের কার্ডে ঠিকানা হিসেবে শুধু ক্যাম্পের নাম লেখা আছে। তাহলে আমাদের খুঁজে পাবে কীভাবে?’

ওয়ার্ডটির কাউন্সিলর সাজ্জাদ হোসেন বলেন, ‘যেসব বিহারি টিকাকেন্দ্রে আসছেন, তাঁরা টিকা পাচ্ছেন। আমি তো আর তাঁদের বাসায় গিয়ে টিকা দিতে পারি না।’

নিজেদের ওয়ার্ডে ৫০ শতাংশ উর্দুভাষী মানুষ টিকা পেয়েছে জানিয়ে ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মানিক মিয়া বলেন, ‘টিকা দেওয়ার জন্য মাইকিং করেছি। যাঁরা এসেছেন সবাই টিকা পেয়েছেন। তবে তাঁদের জন্য নির্ধারিত কোনো টিকাকেন্দ্র করা হয়নি। ভবিষ্যতে ওই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’

টিকা না পাওয়া প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘একজন মানুষও যদি টিকার আওতার বাইরে থাকে, তা সবার জন্য ক্ষতিকর। রোহিঙ্গাদের যেভাবে ক্যাম্পে টিকা দেওয়া হয়েছে, সেই রকম ব্যবস্থা করে বিহারিদেরও টিকার আওতায় আনা অতি জরুরি। এবং এইটা খুব দ্রুত করা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত