Ajker Patrika

ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি

সখীপুর প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১০: ৫৬
ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে পাল্টাপাল্টি  কর্মসূচি

সখীপুরে নবগঠতি ইউনিয়ন বড়চওনায় অন্তর্ভুক্ত হওয়া নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে কয়েক গ্রামের মানুষ। গত শনিবার একটি পক্ষ আগের ইউনিয়ন কালিয়াতে থাকার দাবিতে মানববন্ধন করে। গতকাল সোমবার এর প্রতিবাদে এবং নতুন ইউনিয়নের অন্তর্ভুক্তিতে সন্তুষ্ট জানিয়ে প্রতিবাদ সভা করেছে অপর পক্ষ।

সকালে সখীপুর-সাগরদীঘি সড়কের বেলতলী এলাকায় এ সভা হয়। এতে অপর পক্ষের কর্মসূচির বিরুদ্ধে নিন্দা জানানো হয়।

গত শনিবার দুপুরে জামাল হাঁটকুড়া, পাগলমোড় পাড়া, ধলীপাড়া ও কুটির শিল্পপাড়া গ্রামের বাসিন্দাদের একটি অংশ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে কালিয়া ইউনিয়ন বিভক্তের পর নতুন সীমানা নির্ধারণে নাগরিক সুবিধা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়।

ওই মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, জামাল হাঁটকুড়া গ্রামকে দুই ভাগ করে কালিয়া ও নবগঠিত বড়চওনা ইউনিয়নে অন্তর্ভুক্তি করা হয়েছে। আবার এ গ্রামের উত্তর অংশকে দুই ভাগে ভাগ করে একভাগ যশীহাটি ও অন্য ভাগকে চাম্বলতলা ভোট কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এত দিন জামাল হাটকুড়া নামের সম্পূর্ণ গ্রামটি পুরোনো কালিয়া ইউনিয়নে অন্তর্ভুক্তি ছিল। এ পক্ষ বলছে, গ্রামবাসীরা পুরোনো ইউনিয়ন কালিয়াতেই থাকতে চান।

এদিকে গতকাল সোমবারের প্রতিবাদ সভায় ওই মানববন্ধনের নিন্দা জানানো হয়। এই কর্মসূচিতে সাবেক ইউপি সদস্য আবদুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা হান্নান আলী, কামরুজ্জামান লাল, আমীর হামজা, হুরমুজ আলী বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, কালিয়া ইউনিয়ন দুই ভাগে ভাগ করায় তাঁদের কোনো নাগরিক সুবিধা ক্ষুণ্ন হয়নি। ইউনিয়ন ভাগ হওয়ায় তাঁরা খুশি।

বক্তারা আরও বলেন, জামাল হাঁটকুড়া, পাগলমোড়, ধলীপাড়া ও কুটিরশিল্প পাড়ার বাসিন্দারা নতুন বড়চওনা ইউনিয়নেই থাকতে চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত