Ajker Patrika

শিক্ষার্থীদের স্কুলে আনতে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৩: ৪৪
শিক্ষার্থীদের স্কুলে আনতে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম দেখা গেছে। করোনাভাইরাসে কারণে দীর্ঘদিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। তবে শিক্ষার্থীর উপস্থিতি কম থাকছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় মোট প্রাথমিক স্কুল আছে ২৭৮টি। আর মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫২ হাজার। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর উপস্থিতি গত এক সপ্তাহে ৮০ শতাংশ। অন্যান্য শ্রেণিতে ৬৮ শতাংশ থেকে ৭০ শতাংশ লক্ষ করা গেছে। প্রতিদিন পঞ্চম শ্রেণির ক্লাস হচ্ছে। সে ক্ষেত্রেও শিক্ষার্থীর উপস্থিতি তেমন একটা নেই।

এ বিষয়ে উপজেলার বালসাবাড়ি দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পঞ্চম শ্রেণিতে ছাত্রছাত্রী ৫৫ জন। করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের উপস্থিতি কম দেখা যাচ্ছে। অনেক শিক্ষার্থী পড়াশোনা বন্ধ করে দিয়েছে। তবে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বলে শিক্ষার্থীদের স্কুলমুখী করার পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়া ঋতু পরিবর্তনের কারণে কোমলমতি শিক্ষার্থীদের জ্বর-ঠান্ডা দেখা দেওয়ায় তারা স্কুলে আসছে না। তবে আমাদের স্কুল থেকে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন জানান, প্রতিটি স্কুলেই শিক্ষার্থীর উপস্থিতি কম। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে কোমলমতি শিক্ষার্থী স্কুল আসতে চায় না। সপ্তাহে প্রতিদিন প্রতিটি স্কুলে পঞ্চম শ্রেণির পাঠদান করা হচ্ছে। সে হিসাবে শিক্ষার্থীদের উপস্থিতি ৮০ শতাংশ। আর অন্য ক্লাসের শিক্ষার্থীদের সপ্তাহে এক দিন হিসেবে উপস্থিতি ৬৮ থেকে ৭০ শতাংশ।

বর্তমানে ঋতু পরিবর্তন হওয়ায় শিক্ষার্থীরা জ্বর-ঠান্ডার কারণে স্কুলে আসছে না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এমনটাও হতে পারে। তবে শিক্ষার্থীদের স্কুলগামী করতে আমাদের অধিদপ্তর থেকে সব কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে প্রতিটি স্কুলের শিক্ষকদের বলা হয়েছে, হোম ভিজিট করা জন্য। কেন তারা স্কুলে আসছে না—এ বিষয়ে জানার জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত