মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
ভারত থেকে বাংলাদেশে অস্ত্র চোরাচালানের অন্যতম পথ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তকে বিবেচনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই পথে সারা বছরই অবৈধ অস্ত্র আসে। এই অস্ত্র নানা হাত ঘুরে পৌঁছে যায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। বিজিবি বলছে, নির্বাচন সামনে রেখে অস্ত্রের চোরাচালান বেড়ে গেছে।
বিজিবির তথ্য বলছে, গত ১১ মাসে সীমান্ত এলাকায় ২০টি পিস্তল জব্দ করেছে ৫৯ বিজিবি। সঙ্গে ছিল ৩৭৩টি গুলি, ৩২টি ম্যাগাজিন ও মেশিনগানের ৫১টি গুলি। সম্প্রতি অস্ত্রের চোরাচালান আসা বেড়েছে। সর্বশেষ ২০ ডিসেম্বর একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয়টি গুলিসহ রুমা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করেন ৫৯ বিজিবির সদস্যরা। একই রাতে চকপাড়া সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি বস্তা তল্লাশি করে ৬টি বিদেশি পিস্তল, ১২টি ম্যাগাজিন, পিস্তলের ২৩৬টি গুলি এবং মেশিনগানের ৫১টি গুলি উদ্ধার করে বিজিবি, যা এযাবৎকালে ৫৯ বিজিবির সবচেয়ে বড় অস্ত্র উদ্ধার অভিযান।
এর আগে ১৫ নভেম্বর একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৩৬টি গুলিসহ শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত থেকে মাহবুব নামের একজনকে গ্রেপ্তার করে বিজিবি। ৫৯ বিজিবির পাশাপাশি ৫৩ বিজিবি এবং র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানেও নিয়মিত অস্ত্র উদ্ধার হচ্ছে।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, নির্বাচন সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র আসছে। এ জন্য বিজিবি সদর দপ্তর থেকে সীমান্তে কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পর থেকে নিয়মিত টহল টিমের বাইরে অস্ত্র উদ্ধারে বিশেষ টিম প্রস্তুত রয়েছে প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্টে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নিয়মিত চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
গোয়েন্দা সূত্র বলেছে, ভারতের বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের মুঙ্গের এলাকার বিভিন্ন গ্রামে অবৈধ অস্ত্র তৈরির কারখানা গড়ে উঠেছে। ওই সব এলাকা সীমান্তঘেঁষা। ভারতের সঙ্গে লাগোয়া শিবগঞ্জ সীমান্ত দিয়েই প্রধানত অবৈধ অস্ত্র আসে। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ, আজমতপুর, চকপাড়া, তেলকুপি, গোমস্তাপুর, রহনপুর ও ভোলাহাটের বিলভাতিয়া সীমান্ত দিয়ে অস্ত্র আসে চাঁপাইনবাবগঞ্জে। এসব অবৈধ অস্ত্রের বাহকদের বেশির ভাগই সাধারণ মানুষ। বিজিবি সূত্র বলেছে, এসব অস্ত্রের গন্তব্য ঢাকা ও দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলো। তবে কারা এসব অস্ত্রের ক্রেতা, তা নিশ্চিত নয় বিজিবি।
বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, ‘অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। আমাদের কাছে খবর ছিল, জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি বিশেষ মহল অস্ত্রের চালান আনছিল। আমরা তাদের ধরতে সক্ষম হয়েছি।’
ভারত থেকে বাংলাদেশে অস্ত্র চোরাচালানের অন্যতম পথ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তকে বিবেচনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই পথে সারা বছরই অবৈধ অস্ত্র আসে। এই অস্ত্র নানা হাত ঘুরে পৌঁছে যায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। বিজিবি বলছে, নির্বাচন সামনে রেখে অস্ত্রের চোরাচালান বেড়ে গেছে।
বিজিবির তথ্য বলছে, গত ১১ মাসে সীমান্ত এলাকায় ২০টি পিস্তল জব্দ করেছে ৫৯ বিজিবি। সঙ্গে ছিল ৩৭৩টি গুলি, ৩২টি ম্যাগাজিন ও মেশিনগানের ৫১টি গুলি। সম্প্রতি অস্ত্রের চোরাচালান আসা বেড়েছে। সর্বশেষ ২০ ডিসেম্বর একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয়টি গুলিসহ রুমা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করেন ৫৯ বিজিবির সদস্যরা। একই রাতে চকপাড়া সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি বস্তা তল্লাশি করে ৬টি বিদেশি পিস্তল, ১২টি ম্যাগাজিন, পিস্তলের ২৩৬টি গুলি এবং মেশিনগানের ৫১টি গুলি উদ্ধার করে বিজিবি, যা এযাবৎকালে ৫৯ বিজিবির সবচেয়ে বড় অস্ত্র উদ্ধার অভিযান।
এর আগে ১৫ নভেম্বর একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৩৬টি গুলিসহ শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত থেকে মাহবুব নামের একজনকে গ্রেপ্তার করে বিজিবি। ৫৯ বিজিবির পাশাপাশি ৫৩ বিজিবি এবং র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানেও নিয়মিত অস্ত্র উদ্ধার হচ্ছে।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, নির্বাচন সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র আসছে। এ জন্য বিজিবি সদর দপ্তর থেকে সীমান্তে কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পর থেকে নিয়মিত টহল টিমের বাইরে অস্ত্র উদ্ধারে বিশেষ টিম প্রস্তুত রয়েছে প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্টে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নিয়মিত চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
গোয়েন্দা সূত্র বলেছে, ভারতের বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের মুঙ্গের এলাকার বিভিন্ন গ্রামে অবৈধ অস্ত্র তৈরির কারখানা গড়ে উঠেছে। ওই সব এলাকা সীমান্তঘেঁষা। ভারতের সঙ্গে লাগোয়া শিবগঞ্জ সীমান্ত দিয়েই প্রধানত অবৈধ অস্ত্র আসে। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ, আজমতপুর, চকপাড়া, তেলকুপি, গোমস্তাপুর, রহনপুর ও ভোলাহাটের বিলভাতিয়া সীমান্ত দিয়ে অস্ত্র আসে চাঁপাইনবাবগঞ্জে। এসব অবৈধ অস্ত্রের বাহকদের বেশির ভাগই সাধারণ মানুষ। বিজিবি সূত্র বলেছে, এসব অস্ত্রের গন্তব্য ঢাকা ও দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলো। তবে কারা এসব অস্ত্রের ক্রেতা, তা নিশ্চিত নয় বিজিবি।
বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, ‘অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। আমাদের কাছে খবর ছিল, জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি বিশেষ মহল অস্ত্রের চালান আনছিল। আমরা তাদের ধরতে সক্ষম হয়েছি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫