Ajker Patrika

বাগেরহাটে নাগরিক সংলাপ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭: ৩৬
বাগেরহাটে নাগরিক সংলাপ

জনসেবার প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক বিষয়ে বাগেরহাটে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংলাপ হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম এর সভাপতিত্ব করেন।

নাগরিক সংলাপে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান মো. রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকস্, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ মো. মহিতুর রহমান পল্টন, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, রাখালগাছি ইউপি চেয়ারম্যান শেখ আবু শামিম আসনু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগর আলী, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রনকুজ্জামান, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, উপজেলা তথ্য প্রদানকারী সাকিবুন্নাহার, বাঁধন প্রতিনিধি শেখর কুমার ব্যানার্জীসহ ইয়ুথ গ্রুপের সদস্যরা বক্তব্য দেন।

নাগরিক সংলাপে জনসেবার প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত