Ajker Patrika

নতুন আলুর ফলন কম দাম নিয়ে শঙ্কা কৃষকের

আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৪: ২৩
নতুন আলুর ফলন কম দাম নিয়ে শঙ্কা কৃষকের

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আলু উত্তোলন শুরু করেছেন কৃষকেরা। এবার প্রত্যাশার চেয়ে কম ফলন হয়েছে আলুর। এ ছাড়া দাম নিয়েও হতাশ তাঁরা। এ বছর মৌসুমের শুরুতে টানা বৃষ্টিতে রোপণকৃত বীজ আলুর জমির ব্যাপক ক্ষতি হয়। এরপর দ্বিতীয়বার আবার আলু রোপণ করেন কৃষক। এতে আলু আবাদে জমিগুলো বেশি সময় না পাওয়ায় এবার আলুর ফলন কম এবং ছোট আকৃতির হয়েছে। এর ফলে আলু নিয়ে হতাশ কৃষকেরা।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কিছু জমিতে আলু উত্তোলন শুরু করেছেন কৃষকেরা। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে উত্তোলন শুরু হয়। এতে দেখা যায়, গতবারের চেয়ে এবার আলুর ফলন কম এবং পরিমাণের চেয়েও ছোট হয়েছে। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কৃষকেরা। এবারের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য দাম বৃদ্ধি করার দাবি জানিয়েছেন তারা। এদিকে বর্তমান বাজারদর হিসেবে প্রতি মণ আলুর দাম ৬০০ থেকে ৬৫০ টাকা, যা কৃষকের উৎপাদনের খরচের চেয়ে অনেক কম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর এ উপজেলায় ৯ হাজার ৩৫০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল। তবে এ বছর ৯ হাজার ১৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। অর্থাৎ গত বছরের চেয়ে এ বছর ২৫০ হেক্টর কম আবাদ হয়েছে।

গোবরদী গ্রামের কৃষক ইউপি সদস্য মো. ইয়াসিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এবার ৩০ বিঘা জমিতে আলু রোপণ করছি। দুইবারে আমার খরচ হয়েছে ২১ লাখ টাকার মতো। এবার যে পরিমাণ আলু হয়েছে, তাতে আমার এই টাকা উঠবে না। এই টাকা না উঠলে পথে বসে যাব।’

আরেক কৃষক মো. ইব্রাহিম বলেন, ‘এখন যে নতুন আলু জমি থেকে উঠছে সেগুলোর দাম ইতিমধ্যে ১৬ টাকা কেজিতে নেমে গেছে। এখন আলু বিক্রি করলে ১৫ টাকা দরে বিক্রি করতে হবে। কিন্তু এতে আমাদের অনেক টাকা ক্ষতি হবে। তাই সরকারের কাছে আলুর দাম বৃদ্ধির দাবি জানাচ্ছি।’

কৃষক মামুন বলেন, ‘জমিতে বেশির ভাগ আলুর আকার ছোট এবং অনেক দাউদ হয়েছে। তাই আলু ততটা ভালো না, বাজারে দাম ভালো পাওয়া যাবে না। এতে আমাদের অনেক ক্ষতি হবে।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, গত বছরের চেয়ে এবার আশানুরূপ আলুর ফলন কম হয়েছে। তবে কৃষক যাতে ন্যায্য দাম পায়, সেই আশা করছি।

এ কর্মকর্তা বলেন, এবার মৌসুমের শুরুতে টানা বৃষ্টিতে বীজ আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বিতীয়বার আলু রোপণ করার কারণে আলু আবাদের জমিগুলো বেশি সময় না পাওয়ায় এবার আলুর ফলন কম হচ্ছে এবং পরিমাণের চেয়েও ছোট আকৃতি হয়েছে আলু। তবে পুরো উপজেলার জমির আলু উঠলে বোঝা যাবে পরিমাণ কেমন হয়েছে। এখন মাত্র উত্তোলন শুরু করেছেন কৃষকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত