Ajker Patrika

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে যেতে মানা

মধুপুর প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১২: ১৮
সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে যেতে মানা

গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কোনো শিক্ষার্থী সন্ধ্যার পর বাইরে থাকতে পারবে না। সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়ির বাইরে থাকলে সামাজিক শাসনের আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিরা।

গতকাল বৃহস্পতিবার মধুপুরের মহিষমারা ইউনিয়নের সুনামগঞ্জ গারোবাজার উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। প্রতিটি শিক্ষার্থীকে পাঠে মনোযোগী করতে ‘শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক এ সভার আয়োজন করে সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ।

এ সময় অভিভাবকেরা জানান, করোনা মহামারির সময় শিক্ষার্থীরা মোবাইলে পাঠ অভ্যাসের চেয়ে গেমসহ নানা কিছুতে আশক্ত হয়ে পড়েছে। বিদ্যালয়ে সশরীরে উপস্থিতি নিশ্চিত করে পাঠদান কার্যক্রম চালুর নির্দেশনা কার্যকর করতে অনেক বিদ্যালয় কর্তৃপক্ষ হতাশ হচ্ছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার কথা বলে বন্ধু-বান্ধবীদের সঙ্গে আড্ডা দিচ্ছে। মোবাইল গেমে মেতে থাকে। এই পরিস্থিতি উত্তরণের জন্য আয়োজিত অভিভাবক সমাবেশে কয়েক শতাধিক অভিভাবক অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ গারোবাজার উচ্চবিদ্যালয়ের সভাপতি মো. আব্দুস সাত্তার। প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব।

অন্যান্যের মধ্যে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরুন্নবী শিহাব, সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চবিদ্যালয়ের সহ অনেকেই বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত