রাজীব কুমার সাহা
সাম্প্রতিক সময়ে ভাষা ব্যবহারে ‘প্যারা’ শব্দটি প্রায়ই লক্ষ করা যায়; বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এ শব্দটি প্রয়োগের প্রবণতা বেশি। কিন্তু কী অর্থে? বিশেষ করে ভোগান্তি বা যন্ত্রণা অর্থে অহরহ এর প্রয়োগ ঘটছে। যে কেউ একটু অসুবিধা বা চাপের মধ্যে থাকলে বলতে শোনা যায় প্যারা শব্দটি। যেমন ‘এ কাজটি আমাকে অনেক প্যারা দিচ্ছে’ বা ‘কী আর বলব, খুব প্যারায় আছি।’ এখানে প্যারা মানে কী? যন্ত্রণা, কষ্ট, অশান্তি—তাই নয় কি? শব্দের ঠিক এই অর্থটি কি অভিধানে রয়েছে? চলুন তবে সবিস্তারে জানি প্যারা শব্দের আর কী কী অর্থ হয় এবং কীভাবে এল এই শব্দের উল্লিখিত অর্থটি।
প্যারা শব্দটি অভিন্ন উচ্চারণে পরিস্থিতির প্রসঙ্গ অনুসারে আরও একাধিক অর্থে আমরা ব্যবহার করি। প্রথমেই পাই প্যারা নামে একটি সন্দেশের কথা। হিন্দুধর্মাবলম্বীদের মন্দিরে মন্দিরে এই প্যারাকে ঠাকুরের ভোগারতির প্রসাদ হিসেবে পরিবেশন করা হয়। এটিকে আবার অঞ্চলভেদে প্যারা-সন্দেশও বলা হয়ে থাকে। সন্দেশ সাধারণত গোলাকৃতির, চ্যাপটা হয়ে থাকে। কিন্তু প্যারা-সন্দেশ কিছুটা লম্বাটে ধরনের হয়। তবে উভয় ধরনের সন্দেশই সুস্বাদু।
আরেকটি প্যারা হলো ইংরেজি ‘প্যারাগ্রাফ’ শব্দের সংক্ষিপ্ত রূপ। মূলত এই প্যারার অর্থ হলো একাধিক বাক্যে রচিত গদ্যের খণ্ডিত অংশ বা অনুচ্ছেদ। যেমন ‘তুমি আমাকে এ বিষয়ে এক প্যারা লিখে দাও।’ সুতরাং এই প্যারা শব্দটি গদ্যের অংশবিশেষের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ প্যারা হলো গদ্যরচনার বিভাগবিশেষ বা অনুচ্ছেদ। অভিন্ন উচ্চারণে কিন্তু ভিন্ন বানানে আরেকটি প্যারা রয়েছে। যার শুদ্ধ বানান ‘প্যাড়া’—এর অর্থ হলো বেতের তৈরি বড় ঝাঁপিবিশেষ।
এটি সংস্কৃত শব্দ। উল্লিখিত আলোচনায় আমরা আমাদের কাঙ্ক্ষিত প্যারার অর্থ এখনো পাইনি। যেমন ‘এ কাজটি আমাকে অনেক প্যারা দিচ্ছে।’ এখানে প্যারা মানে যন্ত্রণা, বেদনা, ক্লেশ, কষ্ট, ঝামেলা প্রভৃতি। আমরা যদি এই প্যারা শব্দের ব্যুৎপত্তির দিকে তাকাই তাহলে দেখব প্যারা শব্দটি এসেছে সংস্কৃত ‘পীড়া’ থেকে। পীড়া শব্দের অর্থ যন্ত্রণা, বেদনা, ঝামেলা, ক্লেশ প্রভৃতি; অর্থাৎ অর্থগত এবং পদপরিচয়ের দিক থেকেও দুটি শব্দের সাদৃশ্য রয়েছে। দুটোই বিশেষ্য পদ। এই শব্দের বিবর্তনের ধারাটি হলো পীড়া>প্যাড়া>প্যারা রূপ ধারণ করেছে। মানে পীড়া শব্দটি অপভ্রংশ হয়ে প্যারা রূপ ধারণ করেছে। কিন্তু পীড়ার যে অর্থ তা প্যারা শব্দে সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। এ বিবর্তনের একটি অন্যতম কারণ হলো উচ্চারণের সহজসাধ্যতা। পীড়া থেকে প্যারা শব্দটি উচ্চারণ অপেক্ষাকৃত সহজ। সুতরাং ‘প্যাড়া’য় রাখা ‘প্যারা-সন্দেশ’ খেয়ে ‘প্যারা’ লিখতে বসে কোনো ‘প্যারা’ নেওয়ার প্রয়োজন নেই!
লেখক: আভিধানিক ও প্রাবন্ধিক
সাম্প্রতিক সময়ে ভাষা ব্যবহারে ‘প্যারা’ শব্দটি প্রায়ই লক্ষ করা যায়; বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এ শব্দটি প্রয়োগের প্রবণতা বেশি। কিন্তু কী অর্থে? বিশেষ করে ভোগান্তি বা যন্ত্রণা অর্থে অহরহ এর প্রয়োগ ঘটছে। যে কেউ একটু অসুবিধা বা চাপের মধ্যে থাকলে বলতে শোনা যায় প্যারা শব্দটি। যেমন ‘এ কাজটি আমাকে অনেক প্যারা দিচ্ছে’ বা ‘কী আর বলব, খুব প্যারায় আছি।’ এখানে প্যারা মানে কী? যন্ত্রণা, কষ্ট, অশান্তি—তাই নয় কি? শব্দের ঠিক এই অর্থটি কি অভিধানে রয়েছে? চলুন তবে সবিস্তারে জানি প্যারা শব্দের আর কী কী অর্থ হয় এবং কীভাবে এল এই শব্দের উল্লিখিত অর্থটি।
প্যারা শব্দটি অভিন্ন উচ্চারণে পরিস্থিতির প্রসঙ্গ অনুসারে আরও একাধিক অর্থে আমরা ব্যবহার করি। প্রথমেই পাই প্যারা নামে একটি সন্দেশের কথা। হিন্দুধর্মাবলম্বীদের মন্দিরে মন্দিরে এই প্যারাকে ঠাকুরের ভোগারতির প্রসাদ হিসেবে পরিবেশন করা হয়। এটিকে আবার অঞ্চলভেদে প্যারা-সন্দেশও বলা হয়ে থাকে। সন্দেশ সাধারণত গোলাকৃতির, চ্যাপটা হয়ে থাকে। কিন্তু প্যারা-সন্দেশ কিছুটা লম্বাটে ধরনের হয়। তবে উভয় ধরনের সন্দেশই সুস্বাদু।
আরেকটি প্যারা হলো ইংরেজি ‘প্যারাগ্রাফ’ শব্দের সংক্ষিপ্ত রূপ। মূলত এই প্যারার অর্থ হলো একাধিক বাক্যে রচিত গদ্যের খণ্ডিত অংশ বা অনুচ্ছেদ। যেমন ‘তুমি আমাকে এ বিষয়ে এক প্যারা লিখে দাও।’ সুতরাং এই প্যারা শব্দটি গদ্যের অংশবিশেষের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ প্যারা হলো গদ্যরচনার বিভাগবিশেষ বা অনুচ্ছেদ। অভিন্ন উচ্চারণে কিন্তু ভিন্ন বানানে আরেকটি প্যারা রয়েছে। যার শুদ্ধ বানান ‘প্যাড়া’—এর অর্থ হলো বেতের তৈরি বড় ঝাঁপিবিশেষ।
এটি সংস্কৃত শব্দ। উল্লিখিত আলোচনায় আমরা আমাদের কাঙ্ক্ষিত প্যারার অর্থ এখনো পাইনি। যেমন ‘এ কাজটি আমাকে অনেক প্যারা দিচ্ছে।’ এখানে প্যারা মানে যন্ত্রণা, বেদনা, ক্লেশ, কষ্ট, ঝামেলা প্রভৃতি। আমরা যদি এই প্যারা শব্দের ব্যুৎপত্তির দিকে তাকাই তাহলে দেখব প্যারা শব্দটি এসেছে সংস্কৃত ‘পীড়া’ থেকে। পীড়া শব্দের অর্থ যন্ত্রণা, বেদনা, ঝামেলা, ক্লেশ প্রভৃতি; অর্থাৎ অর্থগত এবং পদপরিচয়ের দিক থেকেও দুটি শব্দের সাদৃশ্য রয়েছে। দুটোই বিশেষ্য পদ। এই শব্দের বিবর্তনের ধারাটি হলো পীড়া>প্যাড়া>প্যারা রূপ ধারণ করেছে। মানে পীড়া শব্দটি অপভ্রংশ হয়ে প্যারা রূপ ধারণ করেছে। কিন্তু পীড়ার যে অর্থ তা প্যারা শব্দে সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। এ বিবর্তনের একটি অন্যতম কারণ হলো উচ্চারণের সহজসাধ্যতা। পীড়া থেকে প্যারা শব্দটি উচ্চারণ অপেক্ষাকৃত সহজ। সুতরাং ‘প্যাড়া’য় রাখা ‘প্যারা-সন্দেশ’ খেয়ে ‘প্যারা’ লিখতে বসে কোনো ‘প্যারা’ নেওয়ার প্রয়োজন নেই!
লেখক: আভিধানিক ও প্রাবন্ধিক
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫