Ajker Patrika

পুলিশ বিএনপি আ.লীগের ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৭: ১৬
পুলিশ বিএনপি আ.লীগের  ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫

সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে পুলিশ, বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল বুধবার বেলা ১২টার দিকে ইবি রোডে জেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ইবি রোডের প্রধান সড়ক বন্ধ করে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে নেতা কর্মীরা। এ সময় তাঁদের সড়ক ছেড়ে অনুষ্ঠান করার আহ্বান জানানো হলে যুবদলকর্মীরা বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা চালায়। ইট পাটকেল নিক্ষেপ করে। এতে তিনিসহ (গোলাম মোস্তফা) থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম ও একজন কনস্টেবল আহত হয়।

পুলিশ পরিদর্শক মোস্তফা আরও জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করে। এ সময় উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পার্শ্ববর্তী এলাকার আওয়ামী লীগের কর্মীরা এসে যুবদল কর্মীদের ওপর হামলা চালায়। এতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন পুলিশ সদস্যের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া পাঠানো হয়েছে।

জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু বলেন, যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীদের দেখে পুলিশ তাঁদের ওপর চড়াও হয়। হামলা চালায়। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বাধার এ ঘটনা ঘটেছে। এতে আমাদের অনেক নেতা কর্মী আহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত