এম এস রানা, ঢাকা
দীর্ঘ চার বছর সেন্সর বোর্ডে আটকে আছে হোলি আর্টিজানের ঘটনায় অনুপ্রাণিত হয়ে তৈরি মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’। এরই মাঝে একই ঘটনা অবলম্বনে ভারতে তৈরি হয়েছে ‘ফারাজ’। গত ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করেন নির্মাতা হানসাল মেহতা। ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। ফারাজ মুক্তির ঘোষণার পর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আলটিমেটাম দিয়ে দাবি জানালেন, ফারাজ মুক্তির আগেই যেন ‘শনিবার বিকেল’ মুক্তির ব্যবস্থা করা যায়। ব্যাপক আলোচনা-সমালোচনা আর শিল্পীদের দাবির মুখে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। ২১ জানুয়ারি আপিল কমিটির সভা আহ্বান করা হয়। সভা শেষে আপিল কমিটির সদস্য সাংবাদিক শ্যামল দত্ত জানান, ‘সিনেমাটির তেমন কোনো সংশোধনীর প্রয়োজন নেই। ফলে এখন সেন্সর ছাড়পত্র পেতে কোনো বাধা নেই। তবে যেহেতু সিনেমার কোথাও হোলি আর্টিজানের ঘটনার উল্লেখ নেই। তাই সিনেমার শুরুতে একটা ডিসক্লেইমার দেওয়ার কথা বলেছি। যেখানে উল্লেখ থাকবে এই সিনেমা বাস্তব বা হোলি আর্টিজানের ঘটনা অবলম্বনে নির্মিত নয়।’
সিনেমার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, ছাড়পত্র পাওয়ামাত্রই তারা সিনেমা মুক্তির ব্যবস্থা নেবে এবং কথা অনুযায়ী ফারাজ মুক্তির দিনই অর্থাৎ ৩ ফেব্রুয়ারি ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়া হবে।
সাধারণত আপিল কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার সাত কর্মদিবসের মধ্যে সেন্সর-বিষয়ক চিঠি প্রদান করা হয় নির্মাতা প্রতিষ্ঠানকে। কিন্তু ২১ জানুয়ারি সভা অনুষ্ঠিত হলেও গতকাল পর্যন্ত কোনো চিঠি পাননি ‘শনিবার বিকেল’ ‘সিনেমার নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান। এমনকি কবে সেন্সর ছাড়পত্র বা এ বিষয়ক চিঠি দেওয়া হবে, সে বিষয়েও নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি সেন্সর বোর্ড কিংবা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ফলে এখনো অনিশ্চিতই রয়ে গেল ‘শনিবার বিকেল’ সিনেমার মুক্তির তারিখ।
এ বিষয়ে জানতে সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি মন্ত্রণালয়ের হাতে। আমাদের এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি।’
সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং আপিল কমিটির সদস্যসচিব মুহ. সাইফুল্লাহ বলেছেন, ‘এটা মন্ত্রণালয় পর্যায়ে আছে। মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে। কারণ আপিল তো মন্ত্রণালয় ডিল করে। আপিল কমিটি জানাবে ক্যাবিনেটকে, ক্যাবিনেট জানাবে তথ্য মন্ত্রণালয়কে। আমরা এখনো কিছু জানি না। আপাতত ডিসক্লুড করার মতো কোনো তথ্য আমাদের হাতে নেই।’
সংগত কারণেই কথা বলার চেষ্টা করা হয় আপিল কমিটির সভাপতি মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে। তাঁর মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এরপর কথা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকারের সঙ্গে। তিনি বলেন, ‘এ বিষয়ে আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের হাতে এলে আমরা বলতে পারব। আর ছাড়পত্র তো দেবে সেন্সর বোর্ড।’
আপিল কমিটির সদস্য সাংবাদিক শ্যামল দত্তর কাছে আবারও জানতে চাওয়া হয়, কী সিদ্ধান্ত হলো ‘শনিবার বিকেল’ সিনেমার সেন্সর ছাড়পত্র দেওয়া নিয়ে? তিনি বলেন, ‘আমরা সিনেমা দেখে আমাদের মতামত জানিয়ে দিয়েছি। এখন এ নিয়ে সেন্সর বোর্ড এবং মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’
শনিবার বিকেলের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়েছে, গতকাল সেন্সর বোর্ডকে একটি চিঠি দিয়েছে তারা। চিঠিতে জানানো হয়েছে, আপিল বোর্ডের সিদ্ধান্ত জানার পর ৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি দেওয়ার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এ অবস্থায় সিনেমাটি কাঙ্ক্ষিত তারিখে মুক্তি দেওয়া না গেলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে প্রযোজনা প্রতিষ্ঠান।
এমন পরিস্থিতিতে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজের মতামত জানিয়ে বলেছেন, ‘আমরা এখনো সেন্সর বোর্ডের চিঠির অপেক্ষায়। বাংলাদেশের আইন অনুযায়ী, আপিল বোর্ড একটা সিনেমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ ক্ষমতা রাখে। শনিবার বিকেলের ব্যাপারে তাদের সিদ্ধান্ত দেশি-আন্তর্জাতিক পত্রপত্রিকা এবং টেলিভিশনের কল্যাণে সারা দুনিয়ার মানুষ জানে। তারা সবাই তাকিয়ে আছে। আমরা বাংলাদেশকে আর বিব্রতকর অবস্থায় না ফেলি। বলিউডের ফারাজ মুক্তি পাচ্ছে ৩ ফেব্রুয়ারি। এখন বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে ‘‘শনিবার বিকেল’’ মুক্তির দিকে। ফারাজের সঙ্গে একই দিন সিনেমাটি মুক্তি দিতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। এটা দ্রুত সমাধান করেন। আমরা হাসিমুখে সিনেমাটা রিলিজ করি।’
দীর্ঘ চার বছর সেন্সর বোর্ডে আটকে আছে হোলি আর্টিজানের ঘটনায় অনুপ্রাণিত হয়ে তৈরি মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’। এরই মাঝে একই ঘটনা অবলম্বনে ভারতে তৈরি হয়েছে ‘ফারাজ’। গত ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করেন নির্মাতা হানসাল মেহতা। ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। ফারাজ মুক্তির ঘোষণার পর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আলটিমেটাম দিয়ে দাবি জানালেন, ফারাজ মুক্তির আগেই যেন ‘শনিবার বিকেল’ মুক্তির ব্যবস্থা করা যায়। ব্যাপক আলোচনা-সমালোচনা আর শিল্পীদের দাবির মুখে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। ২১ জানুয়ারি আপিল কমিটির সভা আহ্বান করা হয়। সভা শেষে আপিল কমিটির সদস্য সাংবাদিক শ্যামল দত্ত জানান, ‘সিনেমাটির তেমন কোনো সংশোধনীর প্রয়োজন নেই। ফলে এখন সেন্সর ছাড়পত্র পেতে কোনো বাধা নেই। তবে যেহেতু সিনেমার কোথাও হোলি আর্টিজানের ঘটনার উল্লেখ নেই। তাই সিনেমার শুরুতে একটা ডিসক্লেইমার দেওয়ার কথা বলেছি। যেখানে উল্লেখ থাকবে এই সিনেমা বাস্তব বা হোলি আর্টিজানের ঘটনা অবলম্বনে নির্মিত নয়।’
সিনেমার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, ছাড়পত্র পাওয়ামাত্রই তারা সিনেমা মুক্তির ব্যবস্থা নেবে এবং কথা অনুযায়ী ফারাজ মুক্তির দিনই অর্থাৎ ৩ ফেব্রুয়ারি ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়া হবে।
সাধারণত আপিল কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার সাত কর্মদিবসের মধ্যে সেন্সর-বিষয়ক চিঠি প্রদান করা হয় নির্মাতা প্রতিষ্ঠানকে। কিন্তু ২১ জানুয়ারি সভা অনুষ্ঠিত হলেও গতকাল পর্যন্ত কোনো চিঠি পাননি ‘শনিবার বিকেল’ ‘সিনেমার নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান। এমনকি কবে সেন্সর ছাড়পত্র বা এ বিষয়ক চিঠি দেওয়া হবে, সে বিষয়েও নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি সেন্সর বোর্ড কিংবা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ফলে এখনো অনিশ্চিতই রয়ে গেল ‘শনিবার বিকেল’ সিনেমার মুক্তির তারিখ।
এ বিষয়ে জানতে সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি মন্ত্রণালয়ের হাতে। আমাদের এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি।’
সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং আপিল কমিটির সদস্যসচিব মুহ. সাইফুল্লাহ বলেছেন, ‘এটা মন্ত্রণালয় পর্যায়ে আছে। মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে। কারণ আপিল তো মন্ত্রণালয় ডিল করে। আপিল কমিটি জানাবে ক্যাবিনেটকে, ক্যাবিনেট জানাবে তথ্য মন্ত্রণালয়কে। আমরা এখনো কিছু জানি না। আপাতত ডিসক্লুড করার মতো কোনো তথ্য আমাদের হাতে নেই।’
সংগত কারণেই কথা বলার চেষ্টা করা হয় আপিল কমিটির সভাপতি মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে। তাঁর মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এরপর কথা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকারের সঙ্গে। তিনি বলেন, ‘এ বিষয়ে আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের হাতে এলে আমরা বলতে পারব। আর ছাড়পত্র তো দেবে সেন্সর বোর্ড।’
আপিল কমিটির সদস্য সাংবাদিক শ্যামল দত্তর কাছে আবারও জানতে চাওয়া হয়, কী সিদ্ধান্ত হলো ‘শনিবার বিকেল’ সিনেমার সেন্সর ছাড়পত্র দেওয়া নিয়ে? তিনি বলেন, ‘আমরা সিনেমা দেখে আমাদের মতামত জানিয়ে দিয়েছি। এখন এ নিয়ে সেন্সর বোর্ড এবং মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’
শনিবার বিকেলের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়েছে, গতকাল সেন্সর বোর্ডকে একটি চিঠি দিয়েছে তারা। চিঠিতে জানানো হয়েছে, আপিল বোর্ডের সিদ্ধান্ত জানার পর ৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি দেওয়ার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এ অবস্থায় সিনেমাটি কাঙ্ক্ষিত তারিখে মুক্তি দেওয়া না গেলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে প্রযোজনা প্রতিষ্ঠান।
এমন পরিস্থিতিতে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজের মতামত জানিয়ে বলেছেন, ‘আমরা এখনো সেন্সর বোর্ডের চিঠির অপেক্ষায়। বাংলাদেশের আইন অনুযায়ী, আপিল বোর্ড একটা সিনেমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ ক্ষমতা রাখে। শনিবার বিকেলের ব্যাপারে তাদের সিদ্ধান্ত দেশি-আন্তর্জাতিক পত্রপত্রিকা এবং টেলিভিশনের কল্যাণে সারা দুনিয়ার মানুষ জানে। তারা সবাই তাকিয়ে আছে। আমরা বাংলাদেশকে আর বিব্রতকর অবস্থায় না ফেলি। বলিউডের ফারাজ মুক্তি পাচ্ছে ৩ ফেব্রুয়ারি। এখন বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে ‘‘শনিবার বিকেল’’ মুক্তির দিকে। ফারাজের সঙ্গে একই দিন সিনেমাটি মুক্তি দিতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। এটা দ্রুত সমাধান করেন। আমরা হাসিমুখে সিনেমাটা রিলিজ করি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫