সুমন্ত চাকমা, জুরাছড়ি (রাঙামাটি)
একজন শিক্ষক দিয়েই চলছে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব বিষয়ের পাঠদান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও তাঁকে সামলাতে হচ্ছে অফিসের সব কাজ। আবার তিনিই পালন করছেন নৈশ প্রহরীর দায়িত্ব। এই অবস্থা দেখা যায় রাঙামাটি জুরাছড়ি উপজেলার ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ে।
উপজেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৭০ টি। তবে সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে মাত্র একটি। এই বিদ্যালয়ে শিক্ষক সংকট লেগেই থাকে।
জানা গেছে, ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সম্প্রতি ২ জন শিক্ষক অবসর নেন। এর পরেও দুজন শিক্ষক কর্মরত থাকলেও একজনকে চট্টগ্রাম মহসিন উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়। এতে শিক্ষক সংকটে পড়ে বিদ্যালয়টি। ফলে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সব বিষয়ে পাঠদান করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালে ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় নামকরণ হয়। বিদ্যালয়ের পদ সংখ্যা ১১টি। এর মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক ১ জন করে। সিনিয়র সহকারী শিক্ষক ৫ জন, সহকারী শিক্ষক পদে ৪ জন থাকার কথা। কিন্তু এর বিপরীতে কর্মরত আছেন ১ জন। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীর পদ নেই। চতুর্থ শ্রেণির পদ ২টি থাকলেও শূন্য পরে রয়েছে দীর্ঘ বছর ধরে
এদিকে বিদ্যালয়ের ব্যবসায়, বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাঠদান নিয়ে কর্মরত দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক। দাপ্তরিক কাজ ও ৫১৩ জন শিক্ষার্থীকে পাঠদান করতে হচ্ছে তাঁকে।
বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তিময় চাকমা বলেন, ‘শিক্ষকের অভাবে নিজেকে সব শ্রেণির বিষয়ে পড়াতে হয়। আমরা কর্মরত দুজন শিক্ষকের মধ্যে ইংরেজি সহকারী শিক্ষক মিটুন দাশকে চট্টগ্রাম মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়। এখন একা কি করব বুঝে উঠতে পারছি না। শিক্ষক পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেক বার আবেদন করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ বলেন, বিদ্যালয়ে শিক্ষক সংকট চরম অবস্থায় পৌঁছে গেছে। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও চিঠি পাঠানো হয়েছে।
উপজেলা শিক্ষা কমিটির আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, উপজেলার একমাত্র সরকারি বিদ্যালয় হওয়ার সত্ত্বেও শিক্ষক সংকট লেগেই আছে। ফলে মানসম্মত শিক্ষা থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে।
একজন শিক্ষক দিয়েই চলছে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব বিষয়ের পাঠদান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও তাঁকে সামলাতে হচ্ছে অফিসের সব কাজ। আবার তিনিই পালন করছেন নৈশ প্রহরীর দায়িত্ব। এই অবস্থা দেখা যায় রাঙামাটি জুরাছড়ি উপজেলার ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ে।
উপজেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৭০ টি। তবে সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে মাত্র একটি। এই বিদ্যালয়ে শিক্ষক সংকট লেগেই থাকে।
জানা গেছে, ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সম্প্রতি ২ জন শিক্ষক অবসর নেন। এর পরেও দুজন শিক্ষক কর্মরত থাকলেও একজনকে চট্টগ্রাম মহসিন উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়। এতে শিক্ষক সংকটে পড়ে বিদ্যালয়টি। ফলে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সব বিষয়ে পাঠদান করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালে ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় নামকরণ হয়। বিদ্যালয়ের পদ সংখ্যা ১১টি। এর মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক ১ জন করে। সিনিয়র সহকারী শিক্ষক ৫ জন, সহকারী শিক্ষক পদে ৪ জন থাকার কথা। কিন্তু এর বিপরীতে কর্মরত আছেন ১ জন। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীর পদ নেই। চতুর্থ শ্রেণির পদ ২টি থাকলেও শূন্য পরে রয়েছে দীর্ঘ বছর ধরে
এদিকে বিদ্যালয়ের ব্যবসায়, বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাঠদান নিয়ে কর্মরত দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক। দাপ্তরিক কাজ ও ৫১৩ জন শিক্ষার্থীকে পাঠদান করতে হচ্ছে তাঁকে।
বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তিময় চাকমা বলেন, ‘শিক্ষকের অভাবে নিজেকে সব শ্রেণির বিষয়ে পড়াতে হয়। আমরা কর্মরত দুজন শিক্ষকের মধ্যে ইংরেজি সহকারী শিক্ষক মিটুন দাশকে চট্টগ্রাম মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়। এখন একা কি করব বুঝে উঠতে পারছি না। শিক্ষক পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেক বার আবেদন করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ বলেন, বিদ্যালয়ে শিক্ষক সংকট চরম অবস্থায় পৌঁছে গেছে। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও চিঠি পাঠানো হয়েছে।
উপজেলা শিক্ষা কমিটির আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, উপজেলার একমাত্র সরকারি বিদ্যালয় হওয়ার সত্ত্বেও শিক্ষক সংকট লেগেই আছে। ফলে মানসম্মত শিক্ষা থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫