Ajker Patrika

১৯ দিন পর হত্যা মামলা গ্রহণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১০: ৫৩
১৯ দিন পর হত্যা মামলা গ্রহণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিয়েবাড়িতে দই না পাওয়ায় কনের বাবাকে পিটিয়ে হত্যার মামলাটি ১৯ দিন পর নথিভুক্ত করেছে কসবা থানা-পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়ায় গত সোমবার সন্ধ্যায় মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান, গত সোমবার নিহত ইকবাল হোসেনের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা যায় আঘাতজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। একই দিনে আদালতেরও নির্দেশ আসায় নিহত ইকবাল হোসেনের স্ত্রী জ্যোৎস্না বেগমের দায়ের করা অভিযোগটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমানকে।

এর আগে ৫ অক্টোবর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গণক মুড়া গ্রামে নিহত ইকবাল হোসেনের মেয়ের বিয়ে অনুষ্ঠিত হয়। ওই দিন দই নিয়ে বরপক্ষের কয়েকজন লোকের সঙ্গে কনেপক্ষের কথা-কাটাকাটি হয়। এ ঘটনা কেন্দ্র করে পরদিন ৬ অক্টোবর রাত ১০টার দিকে একটি চায়ের দোকানে কনের বাবা ইকবাল হোসেনের ওপর হামলা চালায় কয়েকজন। পরে ইকবাল হোসেনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ইকবালের স্ত্রী জ্যোৎস্না বেগম প্রথমে ১৭ জনকে আসামি করে কসবা থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করলেও ময়নাতদন্তের প্রতিবেদন আসার কথা বলে মামলাটি আমলে নেয়নি পুলিশ। ফলে হতাশা সৃষ্টি হয় ওই পরিবারের মধ্যে।

পরে তাঁর স্ত্রী জেলা আদালতে মামলা করেন। গত ২১ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক মামলা রুজু করতে নির্দেশ দিলে গত সোমবার সন্ধ্যায় কসবা থানা-পুলিশ মামলা গ্রহণ করেন। ইতিমধ্যে ময়নাতদন্ত প্রতিবেদনও পুলিশের হাতে এসে পৌঁছায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত